নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

কেন তার নাম টেলিসামাদ!

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১


একসময়ের বাংলা চলচ্চিত্রের দুর্দান্ত কৌতুক অভিনেতা একাধারে টিভি নাটক এবং মঞ্চের শক্তিমান অভিনেতা তিনি। ৭০ দশক থেকে তাকে পর্দায় দেখেছেন দর্শকরা। এ যাবৎ ছয় শতর বেশি চলচ্চিত্র-নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটেছেন টেলিসামাদ।

একসময় কমেডিয়ান বললেই চলে আসত তার নাম। সমানতালে অভিনয় করেছেন সিনেমায়, টেলিভিশনে। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সবাইকে হাসিয়েছেন যিনি, জীবন সায়াহ্নে এসে অভাব- জরা- ক্লান্তি আর একাকীত্ব মিলিয়ে দারুন অবসাদগ্রস্থ সেই কৌতুক সম্রাটের মুখেই নিভে গেছে হাঁসি।

নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন এই অভিনেতা। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন। বর্তমানে এই অভিনেতা অসুস্থ হয়ে ঘরে শুয়ে-বসে দিন কাটাচ্ছেন।

নিজের অবস্থা সম্পর্কে দুঃখ করে টেলিসামাদ জানান, ‘ আমি ভালো নেই। এখন কথা বলতেও কষ্ট হয়। দিনের পর দিন অসুস্থ হয়ে ঘরেই দিন কাটছে আমার। দুই বছর আগে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে সর্বশেষ কাজ করেছিলাম।

এদিকে নিজের নাম টেলিসামাদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা অনেক আগের কথা। বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন ভাই এ নামটা দিয়েছিলেন। বিটিভি থেকে একদিন আমার বাসায় চিঠি আসলো আমাকে সেখানে যেতে হবে।

সেখানে উপস্থিত হতেই মামুন ভাই বললেন, তোমার নাম আজ থেকে আবদুস সামাদ বাদ দিয়ে টেলিসামাদ। সেই থেকেই আমি হয়ে গেলাম টেলিসামাদ।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

নিভা ইয়ামা বলেছেন: সে যুগের দু একজন ছাড়া বেশিরভাগ মানুষ যারা আসলেই শিল্পী তারা কিন্তু ভাল নেই। প্রায়ই পত্রিকায় পড়তে হয় এসব!

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই গানের কথাগুলো মনে পড়ে গেল-
শিল্পের জন্যই শিল্পী শুধূ এ ছাড়া নেইকো তার অন্য জীবন!!!!!!!!!!!!!!!!

তাঁর সুস্থতা কামনা করছি।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আবদুস সামাদ(টেলিসামাদ) এর জন্য দোয়া রইলো! তিনি যেন সুস্থ হয়ে ওঠেন!


ওনার খবর জানিয়ে পোস্ট দেয়ায় আপনাকে ধন্যবাদ বর্ষন মোহাম্মদ !:)

৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

ডঃ এম এ আলী বলেছেন: জনপ্রিয় এই শিল্লীকে নিয়ে লিখার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । তার অভিনিত অনেক ছায়াছবি দেখেছি, তাকে মনে পড়ে সবসময় । সেই ২৫/২৬ বছর আগে তার সাথে ব্যক্তিগত ভাবে বিদেশে অনুস্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্টানে মুখামুখি আলোচনা হয়েছিল দেশের সংস্কৃতি বিকাশের ধারা ও দেশে বিদেশে তার প্রচার নিয়ে । তিনি শুধু একজন চলচিত্র অভিনেতাই নন , দেশের সংস্কৃতি বিকাশের একজন নিবেদিতপ্রাণ সৈনিকও বটে । তাঁর জীবনের সুখ ও শান্তি কামনা করি , তাঁর শেষ জীবনটা যেন সুখ শান্তি ও অানন্দময়তায় কাটে সে কামনাই করি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: প্রিয় নাম ছিল একসময় সবার মুখেমুখে
ভালো লাগলো তাঁর সম্পর্কে জেনে।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

জাহিদ হাসান বলেছেন: সবার মুখে হাসি ফোটানো এই মানুষগুলো কেন এত করুন পরিণতি বরণ করে?

৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

কানিজ রিনা বলেছেন: হাসি তামাশায় মাতিয়ে রাখা মানুষটার দুঃখ।
দুর্দশা লাঘবে ফ্লিমইন্ডাষ্ট্রি ব্যক্তিত্বরা এগিয়ে
আসবে বলে আশা রাখি। এমন পার্সন গুল
অবহেলা অযত্ন নিয়ে বিদায় নেওয়া শোভা
পায়না।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার প্রিয় কমেডিয়ান ছিলেন তিনি। এখন আর বাংলা ছবিই দেখিনা। তাঁর অসুস্থতা শুনে মর্মাহত হলাম। বাংলাদেশ চলচিত্রের এগিয়ে যাওয়া উচিৎ তাঁর দিকে। আল্লাহ্ তাঁর মঙ্গল করুক।

ভালো পোষ্ট। আপনার জন্য শুভকামনা রইল।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: পোস্ট খানি পরে কষ্ট পেলাম। অসুস্থ হলে কেউ কারও খবর রাখে না!




যায় হোক ভাই, আপনি মন্তব্যের প্রতিমন্তব্য দেন না কেন?!

১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.