নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

চিকুনগুনিয়া থেকে নতুন রোগ পলি আর্থ্রাইটিস!

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১


পলি আর্থ্রাইটিস এক ধরণের আর্থ্রাইটিস। এই অসুখ সমস্ত বয়সের মানুষদের মধ্যেই হতে পারে। একসাথে শরীরের মোট ৫টি জয়েন্টে ব্যাথা করলে বুঝে নিবেন এটি পলি আর্থ্রাইটিস রোগ হতে পারে।

এটি একটি ভাইরাল ইনফেকশন। এই রোগ আপনাকে প্রায় ৬ সপ্তাহ ধরে ভোগাতে পারে।

পলি আর্থ্রাইটিস লক্ষণ এবং কারণগুলি জেনে নিন-

পলি আর্থ্রাইটিস সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে। পলি আর্থ্রাইটিসের অন্যতম কারণ হল চিকুনগুনিয়া । চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে হতে পারে পলি আর্থ্রাইটিস । এছাড়া, কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও এই অসুখ হতে পারে।

পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয়। শরীরে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দিতে পারে। আবার গলা ব্যাথার প্রকোপও থাকবে।

কীভাবে চিকিৎসা করবেন পলি আর্থ্রাইটিসের?

যদিও পলি আর্থ্রাইটিসের সঠিক কোনও চিকিৎসা নেই। পলি আর্থ্রাইটিসের অন্যান্য লক্ষণগুলির চিকিৎসার মাধ্যমেই এর চিকিৎসা হয়। পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর জন্য ব্যাথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়া, গরম ছ্যাঁকও ব্যাথার তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে।

ঘরোয়াভাবে এর থেকে লড়াই করার জন্য সাঁতার থেকে শুরু করে ঘরোয়া সকল ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। এতে করে এই রোগের প্রকোপ কমতে থাকবে।-সুত্রঃ হেলথ লাইন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি মনে হয় এই ঝামেলায় পরছি। আমি যদি বাসায় একসারসাইজ করি তাইলে কি ভালো হতে পারবো ?

২| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০১

শায়মা বলেছেন: কি ভয়ংকর!

সাঁতার সবচেয়ে ভালো ট্রিটমেন্ট এমনটাই শুনেছি আমি।

৩| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার তো ভয়ই লাগতেছে । ব্যথা এখনো কমতেছে না :( ইয়া আল্লাহ বাঁচাও

৪| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট। ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫

সুমন কর বলেছেন: তাহলে তো খারাপ খবর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৬| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

সানহিমেল বলেছেন: ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে।

৭| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬

কাছের-মানুষ বলেছেন: খুবই ভয়ানক অবস্থা।
এই রোগকি পুরোপুরি নিরাময় হয় ছয় সপ্তাহ পরে ?

৮| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

নক্ষত্রের আমি বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.