নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
তুহিন -১
বর্ষন মোহাম্মদ
————–
সকাল সকাল বাস স্টপেজে,
বাসের অপেক্ষায় ।
সঙ্গী আমার খাতা,কলম আর আমার তুহিন ভাই ।
ব্যস্ত পথে চলছে বাস গন্তব্যের দিকেই ,
নিতান্তই জ্যাম আমাদের বাধা বিপত্তিতে ।
ঘামে ভেজা টিশার্টে হালকা মৃদু হাওয়া ,
তারই মাঝে পুরন কিছু নাগরিক জীবনের চাওয়া,
চাওয়া পাওয়া মিল কেন নয়,
হতাশা পড়ে রই ।
ধর্য আমায় পথ দেখাবে,
নিতান্ত কি তাই ?
দাও অধিকার চাই , অধিকার ,
অধিকার গেল কই ।
থমকে গেছে চিন্তা আমার প্রশান্তির আভাস
বুলেট আমায় আটকে দিবে ,
কেড়ে নিভে অধিকার ।
একে একে পথ কমছে আমার ,
গন্তব্য ঠিক কাছেই ।
আবার নতুন স্বপ্ন বুনে ,
দাড়িয়ে ক্যাম্পাসের পাশে ।
হাটতে হাটতে চোখ পড়ল কেন রাজপথেরি দিকে,
দেয়াল লেখার সেই বর্নমালা গুলো রাজপথে কেন এল?
বর্নমালা গুলো পিষ্ট হচ্ছে আজ ,
গাড়ীর চাকা ও পদতলে ।
এই চিৎকার কেউ শুনে না হিরক রাজার দেশে।
ঠিক তখনই পৌছে গেলাম গন্তব্যের দিকে ,
পৌছে দেখি ,তোমার বলা ই ঠিক ,
তোমার বলা লাল সবুজের সেই পতাকা বন্দী হয়েই আছে ।
স্বাধীনতার সেই পতাকা নিয়মে আটকে গেছে ,
নিয়ম নীতির পাতানো খেলা ভাবি ক্লাসে বসে ।
নিয়ম নীতি পাল্টে দেয়ার স্বপ্ন নিয়ে ,
ফিরে যাই হাসিমুখে ।
যেতে যেতে ভাবি পাল্টাবে সবই ,
এটাই চিরন্তন ।
নতুন দিনের নতুন সুর্য,
তোমারি অপেক্ষায় ।
আসবে তুমি গড়বে মানুষ,
এটাই যেন হয় ।
বালিশ আকড়ে ভাবি কত কি
আর আমার সঙ্গী তুমি ।
তুমি আমার তুহিন ভাই ………
লেখার ভাবনাঃ ২২ ফেব্রুয়ারী ২০১৮ । রাস্তাটি বনানী ১১ নাম্বার রোড। আর সঙ্গী আমার মোবাইল আর স্ক্রিনে আমার তুহিন ভাই । ভুল ভ্রান্তি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন । অনুপ্রেরনায়ঃ মাহমুদ ভাই ।
২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখা ভাল হয়েছে।
৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৭
কবির সরদার বলেছেন: দুজনকেই দেখলাম। বেশ ভাল।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৪৬
মিরোরডডল বলেছেন: তুহিনের গান ভালো লাগে
Hashimukh, Bondho Janala these are my favourites
৫| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো।
৬| ২৪ শে মার্চ, ২০২১ রাত ২:০৩
আমি সাজিদ বলেছেন: আপনি তুহিনের জন্য কোন গান লিখেছেন?
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩০
বর্ষন মোহাম্মদ বলেছেন: বহু লিরিক ও কবিতা
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।