নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

তিনি মিস্টার তানজির তুহিন

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯


তিনি মিস্টার তানজির তুহিন। তিনি নিজেও জানেন না তার সুরের ও কণ্ঠের যাদুতে কত মানুষ তাকে ভালোবাসে। তাকে নিয়ে পথে ঘাটে, ক্যাফেটেরিয়ায় কত কথা হয়। কত ঘরের স্পিকারে বাজে তার কন্ঠ। স্বপ্ননীড়ের মত কত ফ্ল্যাটে ব্যাচেলরদের পার্টি মাতায় তার কন্ঠ। তিনি কি জানেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তানভীর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়বার ক্যাফেটেরিয়া গানটি শুনে। এই শহরের কত মানুষের মনে গেথে আছে একজনের নাম। তিনি কি জানেন কত মানুষ যায়নি জয় বাংলা কন্সার্টে শুধুমাত্র তানজির তুহিন নেই বলে। তিনি হয়তো জানেননা তার সুরে সুর মিলায়ে কত প্রেমিক তার প্রেমিকাকে গান শুনায়। গভীর রাতে ঘুমানোর আগে রবি ঠাকুরের গানগুলো শুনে কত শত মানুষ ঘুমায়। ভুপেন হাজারিকা বেঁচে থাকলে তানজির তুহিনের কানাডায় সেই অনুষ্ঠানে গাওয়া ‘প্রতিধ্বনি শুনি’ গানটি শুনলে হয়তো অবাক হয়ে যেত। তানজির তুহিন’র ব্যক্তিত্ত্ব ও কন্ঠ সৃষ্টিকর্তা প্রদত্ত। এই রকম সুরেলা শক্তিধর ও মধুর কন্ঠ দ্বিতীয় কারও আছে কি’না আমার জানা নেই। তানজির তুহিন সৃষ্টিকর্তার অন্যন্য এক সৃষ্টি। চির অমর ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তানজির তুহিনের আভাস ব্যান্ড সকলেই তার সহযোদ্ধা। আমরা সকল সদস্যকে ভালোবাসি ।
তানজির তুহিন মানে আভাস। আভাস মানেই তানজির তুহিন। আগের ব্যান্ড ছাড়ার পর কত মানুষ কেঁদেছে, কত শত কথা নিরবে সয়ে গেছে। আর কান্না নয়, আভাসের ভালোবাসা সব বেদনা দূর করবে। এটাই চাওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৬

নূর আলম হিরণ বলেছেন: উনি কোন কোন গানের জন্য বিখ্যাত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.