![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে রাসেল ভাইপার এর কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারন সামাজিক যোগাযোগ মাধ্যম এর কারনে এখন আমি স্বপ্নেও রাসেল ভাইপার দেখছি ।
অনেক আগে একটা বিজনেস কেস স্টাডি পড়েছিলাম । যেটাকে বলা হয় কোবরা ইফেক্ট
ইচ্ছা হলে একটু লিঙ্ক এ গিয়ে দেখে আসতে পারেন । যার মোদ্দা কথা হল চোর মেরে ডাকাত পয়দা করা ।
আজকের প্রথম আলো এর খবর দেখে মনে হচ্ছে আবার এরকম একটা কিছু শুরু হবে দেশে ।
জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে, এরপর যা হলো
পুরুস্কারের জন্য আজ আমরা তাজা সাপ ধরে নিয়ে এসেছি । কয়টা দিন যেতে দেন আর কয়েকজনকে পুরুস্কার দেন । তারপর আমরা সবাই গোপনে গোপনে রাসেল ভাইপার এর খামার দেব !!!
২৩ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫৩
বুড়া ভাম বলেছেন: সাপ যা দুই চারটা দেখা গেছে ফেসবুকের কল্যানে সেটা মহামারিতে রুপ নিছে ।
২| ২৩ শে জুন, ২০২৪ রাত ১১:২৩
জনারণ্যে একজন বলেছেন: আহা, কি অসাধারণ এক নিক!
এখানে কাউকে কাউকে দেখলে আপনার এই নিকের কথা মনে পড়বে।
২৪ শে জুন, ২০২৪ সকাল ৯:৪৪
বুড়া ভাম বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ পর্যাপ্ত হায়াত দিলে আমাদের সবারই এই অবস্থা দিয়ে যেতে হবে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৪ বিকাল ৩:২৩
নাজনীন১ বলেছেন: এক সময়ে আমিও স্বপ্নে সাপ দেখতাম পায়ের কাছে, পা শিরশির করে উঠতো! মনের অজান্তেই পা স্রিয়ে নিতাম। সাপ দেখলেই আমার এমন অনুভূতি হয়!
ভয়ে ভয়ে আছে, কোনদিন না এই ভাইপার চোখের সামনেই চলে আসে! গা শিরশির ভীতি!