নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ummbbb a secular muslim? Judge me now.

বাসারাট

বাসারাট › বিস্তারিত পোস্টঃ

সাড়ে ৮টা।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

তাকে নিয়েই বিশাল ঝামেলা পাকলো বাসায়। কিন্তু এইবার ভেজাল তা বাধে সরাসরি আব্বুর সাথে। আর যুদ্ধে যখন থাকে আব্বু, তখন আসলেও কাবু হয়ে পরি। আব্বুর সাথে পেরে উঠা খুব মুশকিল।
এইত আব্বু বলে দিল আজ থেকে পড়াশনা বন্ধ। কোন কথাও ক্লাস করতে আর যাবনা। ভীষন বিপাকে পরে গেলাম, এই নিয়ে না যে পড়ালেখা থেমে গেল, এই নিয়ে যে তার সাথে আর দেখা হবেনা।
কি ভাবে থাকব তাকে ছাড়া?
কেমনে কাটাব দিন গুল?
সত্যি, মাথা কাজ করা বন্ধ করে দেয়। ওহ আচ্ছা জানিয়ে রাখছি যে আমার মোবাইলটিও নিয়ে নাওয়া হয়েছে। "টম-বয়" টাইটেলটার জন্নে কাঁদতে পারছিলাম না সবার সামনে।
তখন প্রাই সন্ধ্যা। আম্মু এসে বলল আমার একজন বন্ধু ফোন দিয়েছে যাকে আবার আমার পরিবার খুব ভাল করে চেনে। কিছুটা সাভাবিক হয়ে হ্যালো বললাম, বন্ধু আমার অপার থেকে বলল,
"এত প্রশ্ন করনা, যেই ভাবেই হউক, আনটির ফোনটা সাড়ে ৮টায় হাতে রেখো।"
কথা গুলি শুনে কান ঝালাপালা হয়ে গেল, নিজের হ্রিদ স্পন্দ পরিষ্কার ভাবে শুনতে পারছিলাম। মনে একটাই প্রশ্ন ছিল, "সাড়ে ৮টায় হবে টা কি?"
তখন বলতে গেলে আমার জীবন এর একটাই লক্ষ্য। সাড়ে ৮টায় আম্মুর ফোন যেই ভাবেই হউক হাতে রাখতেই হবে। অপেক্ষা করছি তো করছি, কিন্তু সাড়ে ৮টার কোন খবর নেই। অস্থিরতায় এই শীতের দিনে রিতিমতো ঘাম ছুটছে। কোন কিছুই সোজ্জ হচ্ছেনা।
অতি কৌউশলে আম্মুর চোখের সামনে থেকে তার মোবাইলটি সরালাম। বুক ধর ফর করছে।
সাড়ে ৮টা বাজতেই চলে আসল অতি পরিচিত একটা নাম্বার থেকে রিং, শাত শাত ধুকে পরলাম বাথ্রুমে। রিসিভ বাটোন চাপতেই তার আওয়াজ,
"সলিম ভাই!"
কাপা কাপা গলায় বললাম, " মাটু"
"জানলায় আসেন, আমি ফুচকার দোকানের সামনে দাড়িয়ে আছি।"
তার সেই মুস্ত মামুনের শরীরটা দেখে বেহুশ প্রাই। কল্পনার বাইরের কাহিনি ঘোটছে। হৃদয় টা বুঝি বুক চিড়ে বের হয়ে যাবার উপক্রম। কিসের কথা কিসের কি? কাদ্দতেই রইলাম।
"প্রত্তেকটা দিন আপনি আমাকে এইখানেই পাবেন। এই জায়গা ছাড়া আমি কথাও নড়বো না যত দিন আপনার বাসার পরিবেশ ঠিক না হয় আর আব্বু আপনাকে ক্লাসে পাঠানো শুরু না করে। আমি আছি সলিম ভাই"
সলিম ভাইয়ের আসলেও কিছুই বিষাস হচ্ছিল না যে তার কোলিজার টুকরো টি তার বাসার সামনে দাড়িয়ে এই কথা বলছে।
লাম্প পোষ্টএর আলোতে স্পষ্ট বুঝা যাচ্ছিল তার হাসি।
তার ভালবাসায় পুড়ে ছাই হয়ে গেলাম, ডুবে মলিন হয়ে গেলাম। এই মানুষটা কে ভুলাবার মানুষ আমি নই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৪

Robin Anwar বলেছেন: Advut! Such emotional feeling in such little age.

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

বাসারাট বলেছেন: Thanks a lot.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.