নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমাইয়া শেলী

সুমাইয়া শেলী

সুমাইয়া শেলী › বিস্তারিত পোস্টঃ

Crushes & Confession পেইজ !! দৃষ্টি আকর্ষণ !!

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

একজন Man and Woman এর মধ্যে প্রেমের ভাবাবেগ উদয় হবে এটাই স্বাভাবিক। :D আর এই পয়েন্ট থেকেই পরিবার, সমাজের সৃষ্টি। তার মানে এইনা আপনি আপনার ক্রাশ রিপোর্ট পাবলিকলি রসিয়ে রসিয়ে বলবেন । X((

এই ব্লগটা আসলে Crushes & Confession পেইজ নিয়ে। How it works?

পেইজটির অ্যাডমিন সারভেমানকি পেইজে crush report নিচ্ছেন এবং সেগুলো ফেইসবুক পেইজ থেকে শেয়ার করছেন। অ্যাডমিনরা বলে দিচ্ছেন ক্রাশ রিপোর্টে যাতে নাম এবং ঠিকানা i mean সেমিস্টার সহ উল্লেখ থাকে। :|

fist of all, আপনি ক্রাশ খেলেন সেটাতো ঠিক আছে, কিন্তুক আপনার ক্রাশের কথা আপনি আম জনতারে জানাচ্ছেন কেন ? মেয়েটা গালে তিল আছে, সেই তিল অনেক সুন্দর , কাল জামা পরলে ভাল্লাগে , এই গুলা কি :-*?

একটা মেয়ের সেমিস্টার সহ তার নামে এইসব বলছেন আম জনতারে জানাচ্ছেন আপনার ক্রাশের কথা । একবার কি ভাবছেন এর ইফেক্টটা কি ?

আপনি একবার চিন্তা করেন যে ভাবে রসিয়ে রসিয়ে বলছেন আপনার বোনকে কেউ এভাবে বললে কেমন লাগবে ???

ভেবে দেখেছেন যে মেয়েটা সম্পর্কে ক্রাশ রিপোর্ট দিচ্ছেন সে কতটা insecurity তে ভুগবে ? How do you accept it ??



আমার যেসব বন্ধুরা এইসব ব্যাপারকে কেবলই ‘ ফান’ হিসেবে দেখছেন , তারা কি এখনো বুঝতে পারছেন না যে এই মানুষগুলো কী লোলুপ দৃষ্টি বিস্তার করে রেখেছে আপনার উপর ? সিনিয়র-জুনিয়র-সহপাঠী, টিচার কাউকেই নিয়েই নোংরামী করতে ওরা বাদ রাখছে না । ভাবতেই আমার মুখে থুথু জমে ওঠে (sorry to be rude, its so irritating)। আমি বুঝি না কীভাবে এই ব্যাপারগুলো জাস্ট ফান হয় ! এতই যদি নিষ্পাপ হন আপনি গোপনে কনফেস করেন কেন? নাকি ব্যাপারটা আপনি শুধু টাইম পাস হিসেবে দেখেন ? ছিঃ!! ঘেন্না হয় এসব ভাবলে ...



(Copied from a senior)

মতামত জানানোর অনুরোধ রইল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১

ChayapuruSH বলেছেন: ভাই ব্যাপারটা আমার কাছেও কেমন জানি বিব্রতকর লাগে!
প্রেমে সফলতা তো নিজের উপর নির্ভরশীল এখানে অন্য কেউ কোন সমাধান দিতে পারে না।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

আহসান২২ বলেছেন: valo likhesen(from a senior)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইভ টিজিং এর নতুন রুপ।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

মাক্স বলেছেন: হুজুগে বাঙালি ;) (ফ্রম এনাদার সিনিয়র)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

রাতুল রেজা বলেছেন: কয়েকদিন ধরেই এইসব শুরু হইসে। আমার ভার্সিটিতেউ দেখি চালু করসে একখান পেজ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

আমিনুর রহমান বলেছেন:

দারুন লিখেছেন +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.