![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, তার ব্যাপারে আল্লাহ এ নিশ্চয়তা দিয়েছেন যে, সে দুনিয়ায় ভ্রষ্ট হবে না এবং আখিরাতে দুর্ভাগা - হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ বলেন, ‘‘সুতরাং যে আমার দেয়া হিদায়াতের পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং দু:খ কষ্টে পতিত হবে না।’’ (সূরা ত্বা-হা: ১২৩)
রমজান মাসে কোরআন খতম করার ইচ্ছা কার না জাগে। তবে এইবার বাংলা তরজমাসহ করার চেষ্টা করছি। দুখজনক হলো নানা কাজ কর্মের চাপে তা কখনো কখনো কাঠিন হয়ে উঠে। তাই এইবার অন্য পখে হেঁটেছি। খতম তারাবিতে যেমন ইমাম এর তিলাওয়াত শুনে কোরআন খতম করেন অনেকে তেমনি কিছু করার ইচ্ছা থেকে খুঁজতে থাকি উপায়, পেয়েও যাই। কুরআন লার্নিং পেন বলে একটি ডিভাইস যা কোরআন তিলাওয়াত করে শুনায়। কিন্তু আমার জন্য এই ৬০০০ টাকা দামের ডিভাইসটি বেশ দামীই মনে হয়। পরে সময় টিভিতে একটি নাম্বার দেখতে পাই ০৯৬১৩ ২২২ ১১১ যাতে ডায়াল করলে কুরআন তিলাওয়াত এবং বাংলা তরজমা শুনা যায়। সময় টিভি-এর প্রতি আমার বিশ্বাস আছে তাই ধরে নেই ভালো কিছুই হবে।
অসাধারন কোরআন তিলাওয়াত শুনি প্রতিদিন, এই দুই তিন দিনের ট্রাফিক জ্যামে অপেক্ষার কষ্টও কিছুটা কম হয়েছে, সময়টা কাজে লেগেছে নাম্বারটার কল্যাণে। তবে আউটগোয়িং কল চার্জও কাটা যাচ্ছে।
দোয়া করবেন যাতে ২০ রোজার মধ্যে পুরো কোরআনের তিলাওয়াত শুনে শেষ করতে পারি।
২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
আরজু পনি বলেছেন:
আপনার সৎ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাই।।
৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম।।
৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: আমীন +++++++
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৬
রাজু মাষ্টার বলেছেন: দোয়া করি......
আল্লাহ আপনার এই অশেষ নিয়ত টুকু যেনো কবুল করেন......
শুভকামনা রইলো...