![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ বলছে কারো নাকি
মাথায় সাপের ঝাঁপি,
আমরা কিন্তু সাপের ভয়ে
থরথরিয়ে কাঁপি।
কেউ বলছে কালনাগিনী
সাপের সাথে বাস,
সাপকে পাশে রেখে নাকি
ডাকছে সর্বনাশ।
সাপও নাকি বিশ্বাসী হয়
হোক না বিষধর,
একটি দল সর্প চেয়েও
নাকি ভয়ংকর।
সাপের এমন খেলা দেখে
ইচ্ছে করে পালাই ,
রাজনীতির এই সর্প খেলার
সর্প নামের জ্বালায়।
কেউ বলছে সাপ তাড়াতে
হোক না আবার খোঁজা,
এক এগারোর মত নাকি
দক্ষ কোন ওঝা।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন। ব্লগে আমি নতুন্। পাশে থাকুন।শুভেচ্ছ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
রাইসুল নয়ন বলেছেন: বাহ! সুন্দর তো !
সামুতে স্বাগতম।।
আশা করি আরও লিখবেন আমাদের জন্য।।