![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ পেয়েছি গাঁও গেরামের
নিবিড় বনোছায়ায়,
তবুও জীবন পড়ছে বাধাঁ
চার দেয়ালের মায়ায়।
ইট পাথরের মাঝে জীবন
খুজঁছে সুখ আর দু:খ,
সবখানে তো কৃত্রিমতা
কোথায় গাঁয়ের সুখ?
নেই কোথাও মুক্ত হাওয়া
ভোরের ভেজা শিশির,
আকাশ ছোঁয়া সারি সারি
উঠছে দেখো নীড়।
বৃক্ষরাজির শ্যামল ছায়া
সবুজ ধানের ক্ষেত,
ধর্মে বর্ণে ছিলোনাতো
কভূ ভেদাভেদ।
সুখে দু:খে পরস্পরে
ছিলো প্রাণের টান,
এই নগরে এসব কিছু
হচ্ছে ম্রিয়মান।
যে যার মত চলছে হেথা
এটাই নগর জীবন,
গড়ছি দালান ধ্বংস করে
পাহাড়,নদী,বন।
এক ধরণের বন্দিশালায়
উঠছে বেড়ে মানুষ,
এরি মাঝে দেখছি স্বপন
উড়াই রঙিন ফানুস।
তবুও সেই গাঁয়ের স্মৃতি
মুক্ত আলোর ভোর,
বন্দিশালার স্মৃতির পাতায়
নিত্য খোলে দোর।
©somewhere in net ltd.