![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়লে কভূ কমেনাতো
জিনিষ পত্রের দাম,
দামের গাড়ির এই চাকাটা
ঘুরছে অবিরাম।
জীবন নামের এ গাড়িটার
যাচ্ছে থেমে চাকা,
জমার ঘরটা শূন্য হয়ে
হচ্ছে পকেট ফাঁকা।
কি যে কিনি কি যে খাই
আগুন বাজারে,
খরচ করে কুলায় না রে
হাজারে হাজারে।
স্বপ্ন হচ্ছে আকাশ কুসুম
চোখে সর্ষে ফুল,
ওদের স্বপ্ন মসনদের
গদীতে মশগুল।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।