![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ্র মানে সাদা হলে
পানি মানে জল,
বর্ষা মানে বাদল হলে
শক্তি মানে বল।
নয়ন মানে চক্ষু হলে
নৌকা মানে তরী,
আকাশ মানে আসমান হলে
লাঠি মানে ছড়ি।
দন্ত মানে দাতঁ হলে
হস্ত মানে হাত,
দিবস মানে দিন হলে
রাত্রি মানে রাত।
নিখিল মানে বিশ্ব হলে
বিত্ত মানে ধন,
চন্দ্র মানে চাঁদ হলে
হৃদয় মানে মন।
জানতে হবে কোন শব্দের
কোথায় সঠিক স্থান
ঠিক জায়গাতে ঠিক শব্দ
ভাষায় জাগায় প্রাণ।
এমনি আছে অনেক রকম
শব্দ সমার্থক,
সঠিক জায়গায় সঠিক প্রয়োগ
জানলে চয়ন সার্থক।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
বাসুদেব খাস্তগীর বলেছেন: আপনার নামের সমার্থক শব্দ আপনিই তো ভালো জানবেন।ভালো লাগাতে ভালা লাগলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
ভিটামিন সি বলেছেন: ভিটামিন সি এর সমার্থক শব্দ কি? কবিতা ভালা হৈচে।