![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেন বাবু অবসরে
পাবে নাকি পেনশন,
ঝামেলার কথা শুনে
শুধু তার টেনশন।
নানা রকম অজুহাতে
বাঁধা ফাইল ফিতাতে,
সেন বাবুর টেনশনে
কার আসে কি তাতে?
এ টেবিল ও টেবিল
ফাইল ঘুরে প্রতিদিন,
লাল ফিতায় বাঁধা পড়ে
নড়ে নাতো ঘুষহীন।
মাল ছাড়া ছাড় নাই
বুঝে নেন সেনবাবু,
মাল দিয়ে পেনশনের
ফাইল বুঝে নেন বাবু।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
বাসুদেব খাস্তগীর বলেছেন: অফিসে দৌড়ানো শুরু করেন । বুঝবেন পেনশনের টেনশন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
আহসান২০২০ বলেছেন: আমার বাপজান ও গতমাসে রিটায়ার্ড হয়েছেন। কিভাবে রিটায়ারমেন্টের টাকা উঠানো হয় প্রসেসটা জানি না।