![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ক,টি পথ মিশে গেছে
শাহবাগের ঐ মোড়ে,
ফাঁসির দাবীতে ছুটছে সবাই
নেইতো কেউ ঘুমের ঘোরে।
একাত্তরের প্রজম্মরা
জেগেছে আজ নতুন করে,
কাঁপছে দেখো সারাটি দেশ
কাল বোশেখীর নতুন ঝড়ে।
শ্লোগান মিছিলে মুখরিত পথ
চারিদিক দেখো চেয়ে,
আবালবৃদ্ধ বনিতা যায়
জীবনের গান গেয়ে।
ফাঁসি চাই ফাঁসি চাই বলে
চারিদিকে উঠে ধ্বনি,
নতুন করে এ যেন এক
নতুনের আবাহনী।
এ জাগরণ জোয়ারে আজ
যাবেইতো খুনীরা ভেসে,
রাজাকারহীন সোনার বাংলা
দেখবোই অবশেষে।
--------------------
©somewhere in net ltd.