নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার

বাসুদেব খাস্তগীর

অতি সাধারণ অসাম্প্রদায়িক মানুষ

বাসুদেব খাস্তগীর › বিস্তারিত পোস্টঃ

কাশিমপুরের মালী কাদের মোল্লাকে-

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫



তুমি নাকি কাশিমপুরের

ফুলবাগানের মালী,

তাই বলে কি তোমার তরে

রাখবো ফুলের ঢালী ?

মোটেও নয়,হাজার ঘৃনা

হাজার থু থু জমা,

ফাঁসির দড়ি ঝুলছে দেখো

নাইরে কভূ ক্ষমা।

মোল্লা তু‍মি ভাবো একবার

একাত্তরের দৃশ্য,

তেমন করে কেউবা যদি

করতো তোমায় নি:স্ব ?

তোমার বোনকে অমন করে

করতো কেউবা ধর্ষণ,

ঐ পশুদের বুকে গুলি

করতে নিশ্চয় বর্ষণ?

ফুলবাগানের ফুলটি ধরে

খুলো ভুলের খাতা,

দেখো সেথায় রক্ত মাখা

হাজার স্মৃতি গাঁথা।

তোমার জায়গা নয়তো ফুলে

যোজক নামের দুরে,

ইতিহাসের কলংক হই

রইবে আস্তাকুঁড়ে।

ফুলের মত নিস্পাপীদের

কেমনে করলা খুন,

ফুলবাগানে বসেই ভাবো

মুখে কালি চুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.