![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমনে পেলেন বঙ্গবন্ধু
জাতির পিতার আসন,
জানতে হলে বুঝতে হবে
ঐতিহাসিক ভাষণ।
মার্চ মাসের সাত তারিখে
মুজিব নামের কবি,
একেঁছিলেন স্বপ্নে রাঙা
বাংলাদেশের ছবি।
সেই ভাষণের দাবানলে
উঠলো জেগে জাতি,
বাঙালিদের সেই ইতিহাস
শুনোরে কান পাতি।
শিখিয়েছিলেন ধীরে ধীরে
জেগে উঠার মন্ত্র,
সেই মন্ত্রে বাঙালিরা
খুঁজে গনতন্ত্র।
স্বাধীনতা ,স্বাধিকার কি
শিখছে ভাষণ শুনে,
বাঙালিদের যুদ্ধে জড়ান
নিজের আপন গুণে।
বজ্রকন্ঠ বুঝিয়ে দিলো
স্বাধীনতার মানে,
বীর বাঙালি যুদ্ধ করে
স্বাধীনতা আনে।
সেই ইতিহাস ঝাঁপিয়ে পড়ার
তাঁর কথাতেই গাঁথা,
জাতির পিতার আসনটি তাই
তাঁহার তরে পাতা।
বঙ্গবন্ধু জাতির পিতা
তিনিই জাতির জনক,
তর্ক করা লোকের কবে
নড়বে বলো টনক?
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
বাসুদেব খাস্তগীর বলেছেন: সত্য বলার জন্য ধন্যবাদ আপনাকে
২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তর্ক করা লোকের কবে
নড়বে বলো টনক?
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
বাসুদেব খাস্তগীর বলেছেন:
৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
বি পজেটিভ বলেছেন: +
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
বাসুদেব খাস্তগীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
কলাবাগান১ বলেছেন: ভাগ্যিস ৭ই মার্চের ভাষনের ভিডিও টা আছে... তা নাহলে জামাতিরা তাও অস্বীকার করে বসত
"বঙ্গবন্ধু জাতির পিতা
তিনিই জাতির জনক,
তর্ক করা লোকের কবে
নড়বে বলো টনক?"