![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন ঝুপঝুপ পড়ছেতো বৃষ্টি ,
চারিদিকে শুধু জল যত দুরে দৃষ্টি ।
রিমঝিম রিমঝিম প্রকৃতির কান্না,
মন বলে কখনও আর না আর না।
দিন নেই রাত নেই কেবলই বৃষ্টি ,
সীমা নেই কষ্টের একি অনাসৃষ্টি ?
সারাদিন পড়ছেই ঝরঝর অবিরাম,
জলে জলে ভাসছে আমাদের প্রিয় গ্রাম ।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬
খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভালো লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
ঈদমোবারক।