![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুল পরিমাণ নড়বেন না
বলেন প্রধানমন্ত্রী,
কথার পিছে বাদ্য বাজান
নেতা নামের যন্ত্রী।
চুলকে নিয়ে চুলাচুলির
গল্প শুনছি কতো,
নতুন স্রোতে চুলের কথা
পুরান কাব্য গতো।
বনলতা সেনের মতো
নয়রে এমন চুল,
যে চুল দেখে প্রেমিক মন
হারায় দিশে কুল।
আন্দেলনের ঝড়ে নাকি
চুল যাবে রে উড়ে,
এমন কথায় কেউবা মিলান
মুখটি সুরে সুরে।
যাদের মাথা চুলে ভরা
তারা আছেন ভয়ে,
বয়সে নয়, আন্দোলনে
চুল যদি যায় লয়ে ?
কেউবা বলেন যাদের মাথা
নকল চুলে ভরা,
উড়বে সে চুল আকাশ পানে
আর যাবে না ধরা।
চুলের কথার রাজনীতিতে
নিজের চুলটি ছিড়েঁ,
পাই না ভেবে কোন কুল
চুলের কাব্য ঘিরে।
২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫১
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।