![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজার এখন সরগরম
পেয়াঁজ মিয়ার দম্ভে,
আশায় থেকে দিন করি পার
দামটি কবে কমবে।
ছুঁই ছুঁই করছে দেখো
করবে হয়তো সেঞ্চুরী,
মরার উপর খাঁড়ার ঘাঁ
গলার উপর যেন্ ছুরি।
দামের চাপে এমনি মানুষ
বেহুঁশ হতে নাই বাকি,
তার উপরে পিয়াঁজের ঝাঁজ
মরণ যেন যায় ডাকি।
ওরাই বাঁচুক, ওরাই খাক
চাই না মোরা বাঁচতে আর,
নাচবো কি আর ভোটের সময়
বললে কভূ নাচতে আর ?
দামের দৌড়ে শূন্য হচ্ছে
মুখে দেবার থালাটা,
পায়ের তলার মাটি সরে
বাড়ছে বুকের জ্বালাটা।
কেমনে চলে সাধারণরা
কেউ কি আসে তাদের খোঁেজ?
জীবন অচল সাধারণের
এই কথা কি কেউ বোঝে ?
©somewhere in net ltd.