![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম হয় না ভাব ছাড়া
ব্যবসা হয় না লাভ ছাড়া।
রান্না হয় না তাপ ছাড়া
ঘর হয় না মাপ ছাড়া।
সিড়িঁ হয় না ধাপ ছাড়া
বন থাকে না সাপ ছাড়া।
নেতা হয় না চাপ ছাড়া
চা হয় না কাপ ছাড়া।
মানুষতো নাই পাপ ছাড়া
'বেমানান' কয় খাপ ছাড়া।
নিরাপদ নয় ঝাপ ছাড়া
দু:খের জীবন বাপ ছাড়া।
©somewhere in net ltd.