![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহাদের কথা কি আর বলিব
নীতিবান নেতারা,
তাহাদের আছে জনগণ পাশে
আমাদের কে তারা ?
টিভি টকশো আর পত্রিকা ,মঞ্চে
চলছে কথার বাহার,
আমাদের পেটতো ওসব বোঝে না
চায় দু,মুটো আহার।
তাহারাই আনেন ওয়ান ইলেভেন
কিই বা মোদের করার ?
আমরাতো মরি সেই যাঁতাকলে
বাকি নাই আর মরার।
রাবণের মতো না হোক কেউ আর
যে যায় কভূ লংকায়,
আমাদের কেন কাটিবেগো দিন
এক এগারোর শংকায়?
©somewhere in net ltd.