![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দামটা যখন পড়ে যায়
হঠাৎ যদি ধস্ করে,
ব্যবসায়ীরা তখন নাকি
খুউব বেশী লস্ করে।
দামের লাগাম উঠে যখন
তখন তারা লাভ করে,
‘লাভটা অতি সামান্যই’
এমনতর ভাব করে।
ব্যবসায়েতে আসলো যেন
বড় কোন পাপ করে,
আসল কথা বলবে না কেউ
দিলটা কভূ সাফ করে।
লসের খবর মিডিয়ায়
আসে অনেক বড় করে,
লাভের খবর যায় না পাওয়া
ব্যবসায়ীদের জড়ো করে।
--------------------------
(সৎ ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা রেখে)
©somewhere in net ltd.