![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎ মানে ঋতুর রানী
রূপের সমারোহ,
সোনারঙের সূর্যালোকে
মুগ্ধকরা মোহ।
দুর নীলিমায় সাদা মেঘের
উদ্ভাসিত মেলা,
মাঠে ঘাটে কাশফুলেরা
দোলে সারা বেলা।
শাপলা,পদ্ম,শিউলি আর
কামিনী ,জুঁই ফুলে,
বাংলার রূপ অপরূপ হয়
মায়াবী তুলতুলে।
পাকা তালের মুগ্ধ করা
সুবাসিত ঘ্রানে,
ঘরে ঘরে তালের পিঠা
তৃপ্তি আনে প্রানে।
রূপালী রূপ চাঁদের আলোয়
কি যে মায়া জাগে,
তাইতো শরৎ ভালোবাসায়
দোলে অনুরাগে।
---------------------
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৭
শ্যামল জাহির বলেছেন: চমৎকার!
মুগ্ধ করা লিখা।
অনেক ভাল লাগলো।