![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলুন্ঠিত মানবতা
রামু থেকে সাথিঁয়া,
হৃদয়ের এ রক্তক্ষরণ
রবে মনে গাঁথিয়া।
ধর্মের বাণী কেঁদে মরে
এ রূপ তার দেখিয়া,
কলম কালি ও লজ্জা পায়
কাহিনী তার লেখিয়া।
ধর্মের লেবাসে জ্ঞানপাপী
বলে উঠে নাচিয়া,
ও সবি তো নিজেদের কাজ
'যাই মোরা ফাঁসিয়া'।
ধর্মের রূপ দেখে বিধাতা
বলতেন হয়তো এই যা_
তোদের জন্য ধর্ম?
বুঝিস কি তার মর্ম ?
জ্বালাও পোড়াও খুনাখুনি,
কোন ধর্মেতে আছে শুনি ?
'কেড়ে নিলাম ধর্ম তোর,
পরিচয় হোক কর্ম তোর'।
শুনোরে কান পাতিয়া,
রক্ষা হয়তো পেয়েই যেতো
রামু এবং সাথিঁয়া।
©somewhere in net ltd.