![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল আর অবরোধে
অবরুদ্ধ দেশটা,
তালের গাছটা ভাবলে নিজের
হয় কি সফল চেষ্টা?
জ্বালাও পোড়াও আতংকের দিন
পুড়ছে মানুষ বোমায়,
জীবন লীলা সাঙ্গ কারো
কেউবা আছে কোমায়।
একি স্বদেশ চেয়েছিলাম
আমরা একাত্তরে?
কি রেখে যান রাজনীতিকরা
মোদের শেখার তরে?
রাজনীতিটার মানে শিখছি
খুনোখুনির অর্থে,
নীতিকথার রাজনীতি আজ
অন্ধকার এক গর্তে।
©somewhere in net ltd.