![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলারাম খেলে যায়
হাদারাম মরে,
ফসলটা কুশীলব
নেতাদের ঘরে।
শর্তের বেড়াজালে
তত্ত্বরা আটকে,
সরগরম রাখে তো
রাজনীতির মাঠকে।
সাধারণের দিনতো
কাটে শংকায়,
রাবনের রূপ দেখি
যায় যে রে লংকায়।
ক্ষমতার রাজনীতি
ঘুরে এক বৃত্তে,
কষ্টে কি দেয় সাড়া
নেতাদের চিত্তে ?
বোমাবাজি সন্ত্রাস
রাজনীতির দ্বন্ধে,
কষ্ট আর দুর্গতি
জনতার স্কন্ধে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
প্রফেসর সাহেব বলেছেন: কষ্ট দুর্গতি জনতার স্কন্ধে।সেই দুঃখে জনতা মুখ লুকিয়ে কাঁন্দে