![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপের জ্বরে এখন
কাঁপছে পুরো দেশটা,
গাছের ডালে,বাড়ির ছাদে
পড়ছে তাহার রেশটা।
চাযের কাপে উঠছেরে ঝড়
কোন দলটা কার প্রিয়,
খেলোয়াড়ের উঠছে ছবি
যে খেলো্য়াড় যার প্রিয়।
খেলতো যদি সোনার এ দেশ
স্বপ্নের বিশ্বকাপে।
সবার মনে ক্ষণে ক্ষণে
এমন দৃশ্য কাপেঁ।
©somewhere in net ltd.