![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমনে পেলেন বঙ্গবন্ধু
জাতির পিতার আসন,
জানতে হলে বুঝতে হবে
ঐতিহাসিক ভাষণ।
মার্চ মাসের সাত তারিখে
মুজিব নামের কবি,
একেঁছিলেন স্বপ্নে রাঙা
বাংলাদেশের ছবি।
সেই ভাষণের দাবানলে
উঠলো জেগে জাতি,
বাঙালিদের সেই ইতিহাস
শুনোরে কান পাতি।
শিখিয়েছিলেন ধীরে ধীরে
জেগে উঠার মন্ত্র,
সেই মন্ত্রে বাঙালিরা
খুঁজে গনতন্ত্র।
স্বাধীনতা ,স্বাধিকার কি
শিখছে ভাষণ শুনে,
বাঙালিদের যুদ্ধে জড়ান
নিজের আপন গুণে।
বজ্রকন্ঠ বুঝিয়ে দিলো
স্বাধীনতার মানে,
বীর বাঙালি যুদ্ধ করে
স্বাধীনতা আনে।
সেই ইতিহাস ঝাঁপিয়ে পড়ার
তাঁর কথাতেই গাঁথা,
জাতির পিতার আসনটি তাই
তাঁহার তরে পাতা।
বঙ্গবন্ধু জাতির পিতা
তিনিই জাতির জনক,
তর্ক করা লোকের কবে
নড়বে বলো টনক?
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৪
বাসুদেব খাস্তগীর বলেছেন: আপনার মন্তব্যের ভাষা বুঝলাম না ।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অনেক ভালো লিখেছেন কবিতাটা। সারল্যতায় সকল শ্রদ্ধা।
দলমত নির্বিশেষে এই মানুষটাকে আমাদের শ্রদ্ধা জানানো উচিৎ সবার।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
প্রবিন৭১ বলেছেন: ভাল লিখতে পারেন বটে এর চে ভালো কোন টপিক্স পেলেন.........................?