নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার

বাসুদেব খাস্তগীর

অতি সাধারণ অসাম্প্রদায়িক মানুষ

বাসুদেব খাস্তগীর › বিস্তারিত পোস্টঃ

কষ্ট আমার কষ্ট

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২৪







কষ্টগুলো বুকের ভেতর

পুষে করি যতন,

কষ্ট আমার সাত রাজার ধন

কষ্ট মানিক রতন ।

কষ্ট আমার আলো হয়ে

আলেয়াকে তাড়ায়,

কষ্ট আমার স্বপ্ন হয়ে

নিত্য হৃদয় নাড়ায়।

কষ্ট বুকে লালন করে

নষ্ট রাখি রাখি দূরে,

কষ্ট দেখে ভ্রষ্টেরা সব

পালায় অচিনপুরে।

কষ্ট আমার স্রষ্টাসম

কষ্ট কাছের স্বজন,

কষ্ট নিয়ে তুষ্ট আমি

কষ্ট করি ভজন।

কষ্টে আমি দূ:খ পাইনা

কষ্ট ছোয়াঁয় হাসি ,

কষ্ট আমার, ওরে কষ্ট

তোকেই ভালোবাসি।

কষ্ট আমার ধর্মসম

কষ্টেতে পাই শিক্ষা,

কষ্ট নিয়েই স্বপ্ন বুনি

নিই আগামীর দীক্ষা।

কষ্ট হোকনা সাত সমদ্দুর

অথই জলের নদী,

তার ভেতরেই দেখি আমি

সুখ যে নিরবধি।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে ।ছড়ার মত ছন্দ।লিখেযান ভাল করবেন ।

১৮ ই মে, ২০১৫ ভোর ৬:৪২

বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ হারুন ভাই

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

সুখেন্দু বিশ্বাস বলেছেন: কষ্টে আমি দূ:খ পাইনা
কষ্ট ছোয়াঁয় হাসি ,
কষ্ট আমার, ওরে কষ্ট
তোকেই ভালোবাসি।

দাদা কেমন আছেন। দারুণ লিখেছেন দাদা। খুব ভালো লাগলো আপনার ছড়া।

শুভেচ্ছা রইলো।

১৮ ই মে, ২০১৫ ভোর ৬:৪৪

বাসুদেব খাস্তগীর বলেছেন: ভালো আছি দাদা। শুভেচ্ছা আপনাকেও।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
কষ্ট আমার ধর্মসম
কষ্টেতে পাই শিক্ষা,
কষ্ট নিয়েই স্বপ্ন বুনি
নিই আগামীর দীক্ষা।


সুন্দর লিখেছেন, বাসুদেব খাস্তগীর। ভালো থাকুন।

৪| ১৮ ই মে, ২০১৫ ভোর ৬:৪৬

বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.