নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার

বাসুদেব খাস্তগীর

অতি সাধারণ অসাম্প্রদায়িক মানুষ

বাসুদেব খাস্তগীর › বিস্তারিত পোস্টঃ

পে- স্কেল সমাচার

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪


চাকরিজীবীর পোয়াবারো
বাড়তি বেতন স্কেলে,
জমিদারের ভাবটা যেনো
‘তোমরাইতো দেশ খেলে’।
ব্যবসায়িরা দিচ্ছেরে শান
দাম বাড়ানো ছুরিতে,
অংক কষে করছে হিসাব
আসবে টাকা ঝুড়িতে।
আয়ের সাথে ব্যয়ের পাল্লা
দৌড়ে যদি সমানে,
খরচ করে কেমনে বলি
‘ব্যাংক রে টাকা জমা নে’।
ব্যয়টা যদি আয়ের সাথে
থাকে সমান চলিতে,
বাড়তি বেতন মুখ লুকাবে
অন্ধ চোরা গলিতে।
আয়ের সাথে ব্যয়ের গতি
একটু যদি কম থাকে,
সাধারণের বেঁচে থাকার
তখনই তো দম থাকে।
বাড়লে বেতন চাকরিজীবীর
পাবেন কি আর স্বর্গটা,
আজকে আসলে বাড়ার খবর
কালকে নামবে খড়গটা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮

নিলু বলেছেন: কি জানি কি হয় স্কেলে ? তা বুঝি না , তবে এখন তো শুনি যে সবাই সরকারি চাকুরি করতে চায় , নইলে বিয়ে করাও কঠিন , তাই চাকুরি চাই , চাকুরি চাই

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০

আহমেদ রশীদ বলেছেন: চাকরিজীবি প্রথম বানানটাই ভুল???

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮

বাসুদেব খাস্তগীর বলেছেন: আপনি বলছেন ‘চাকরিজীবী, এইভাবে । ঠিক আছে। বাংলায় এখন ই কার ও ঈ এর পার্থক্যটা উঠে যাচ্ছে। যেমন শ্রেণীকে আমার এখন শ্রেণি লিখছি।অারো অনেক এমন শব্দ আছে।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১

বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২

সরদার হারুন বলেছেন: আপনার কথা বাস্তব ।বৈতন বাড়লে শূদ্রাস্ফিতি হবে সব কিছুর দাম বাড়বে

সমস্যার সমাধান হবেনা । এ যাবত তাই হয়ে আনছে ।

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯

বাসুদেব খাস্তগীর বলেছেন: ঠিক বলেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.