![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ের জোয়ার বইয়ে দিলো
তিন বাঙালি কন্যা,
সে জোয়ারে নামলো খুশির
বাঁধ ভাঙ্গা এক বন্যা।
বৃটিশ পার্লামেন্টে রুুপা
রুশনারা,টিউলিপ,
জ্বলজ্বলে আজ জ্বলছে দেখো
তিন কন্যার দীপ।
দীপের আলোয় দেশ বিদেশ আজ
হচ্ছে আলোকিত,
দেশের মানুষ কীর্তি দেখে
হচ্ছে কতো প্রীত।
------------------------
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: "তিন কন্যা"র জয়ের ছড়ায় অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম বসু দা।
শুভেচ্ছা নিরন্তর।