![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথা গরম যখন দেখি
বাজার করার ফর্দ,
একশতে হয় সেঞ্চুরি টা
পিঁয়াজ করলো অর্ধ।
শশা,কচু, আলু,ঢেঁড়শ
করলা,পেঁপে, পটল,
দামের প্রশ্নে বিক্রেতারা
এক কথাতেই অটল।
বেগুন, কুমড়া,চিচিঙ্গা, লাউ
টমেটো আর গাজর,
দামের কথা শুনলেই বুকের
কেঁপে উঠে পাঁজর।
বরবটি, শাক, ওলকচু আর
আদা,মরিচ,রসুন,
দামেই ঘামি- বিক্রেতা কয়
'ঠান্ডা হয়ে বসুন',
ঠান্ডা কি আর হওয়া যায় আজ
এমনি যখন বাজার,
বাজার মানে পকেট ভরা
টাকা হাজার হাজার।
-------------------------------
©somewhere in net ltd.