নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন আবদুল্লাহ

‘’Love killed my soul, My body seeks revenge’’

বাটাগোর বাস্কা

প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার,ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না আর।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা।https://www.facebook.com/mamunabdullah.press

বাটাগোর বাস্কা › বিস্তারিত পোস্টঃ

প্রেমহীন নিসঙ্গ পাঁচটি বছর ..!!! /:)/:)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

অনেকের অভিযোগ, মানুষের সাথে কম মিশি।কম কথা বলি।আন স্মার্ট । কেউ বলে বোকা।কেউ মনে করে ভাবে থাকি।পুরো বিশ্ব যখন গ্লোবালাইজেশনের ফাঁদে বন্দী, ভার্চুয়াল দুনিয়ার থাবা যখন বাস্তবে পড়তে শুরু করছে।তখন একা থাকাটা নিতান্তই বোকামী।এই একা শব্দটার মধ্যে কেমন যেন একটা ব্যথা, নিসঙ্গতা জড়িয়ে আছে।



কিন্তু কেন একা থাকার বাসনা? চোখের ইশারার ফাঁদে যখন কাপড় তুলে বিছানায় ছুটে আসে নারী। সেখানে প্রেমেরই বা কি দরকার?? এটাও তো সত্য, ভালবাসাহীন ক্ষণিকের কামনার পরে কেবলই ঘৃর্ণা। যাকে মন থেকে ভালবাসা হয় না, তার সঙ্গে হয়ত শরীরের সাধ মেটানো যায়, কিন্তু তাকে নিয়ে সংসার নামক মায়াজালে জড়িয়ে কী লাভ? তারচেয়ে নারী সারাজীবন বন্ধু হিসেবে থাকুক সেটাই ভালো, অন্তত জীবনের অঙ্গ হিসেবে নয়।



প্রথম জীবনের ভাঙা প্রেম আর চারপাশের বাস্তবতা দেখে প্র্রেমকে বিশ্বাস করতেও মন সাহস জোগায় না। কারণ এই শতকের নারী মায়া-মোহের জালে বারবার ঠকতে রাজি নয়। তাই নারীকে বিছানায় বিশ্বাসের পর সেই বিশ্বাসে তাসের ঘর বাঁধার মত বোকামি করতে চাই না। অবাধ স্বাধীনতা যেখানে সেখানে চাওয়া-পাওয়া, ভাললাগা থাকা না থাকা নিয়ে কোন ক্ষোভও নেই। বরং একাই ভাল আছি।



শৈশব -কৈশোর রক্ষণশীল পরিবারের নারীর মত বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয় খুলে দেয় মনের প্রান্তর।তখনই টের পাই,নারীর শরীরের প্রতি প্রবল আকর্ষণ।এটাও বুঝে গেছি, শরীরের টানে নারী পাওয়াটাও পান্তাভাত। যৌবনে অনেকবার প্রেম হয়েছে,আবার ভেঙ্গেও গেছে।তবে সে প্রেম কখনো বিছানায় গড়াইনি।কখনো কখনো ডুবন্ত প্রেমের তরীতে নিজের সবটুকু হারিয়ে কেঁদেছিও ।এখন বুঝি তার সবটাই ছিল আবেগ আর ক্ষণিকের উন্মাদনা।



মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে না, কিন্তু পরিস্থিতি একা করে দেয় ।স্বপ্ন ছিলো, এমন একজন আসবে যার ভালোবাসার পরশে একাকীত্ব দূর হবে।কিন্তু সে স্বপও যখন ধূষর হতে থাকে তখন শরীরী টানে প্রেমের ছলে কাউকে বিছানায় আনার মত ভণ্ডামীর কি দরকার? তার চেয়ে পতিতাপল্লীতে গিয়ে নিঝর্ঞ্জাট যৌনক্ষুধা মিটিয়ে আসাটাই অনেক ভালো। কোন দায় নেই, নিজের অর্ন্তদাহে পুড়তে হয় না।



মাঝে মাঝে ভাবি, সময়ের সাথে সাথে বয়স আর যৌবন কেটে যখন বার্ধক্যে পরিণত হবে। তখন পাশে কাছের কাউকে পেতে চাইবে মন । স্বেচ্ছায় সেই বৃদ্ধকালে কাছের মানুষটি না থাকার দায় যখন নিজের ওপর পড়বে, তখন সেই টানাপোড়েনে বাকি জীবনটাও হয়ত দুঃসহে কাটবে।



মানুষ কখনো একা থাকতে চায় না। একা থাকার জেদটা আসে তীব্র অভিমান আর মনের মাঝে থাকা লুকায়িত কষ্ট থেকেই। আমিও চাই না একা থাকতে, আমিও চাই নিসঙ্গতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে। চাই সব সংকীর্ণতা, স্বার্থের উর্ধে স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সর্ম্পক, একটা নির্ভেজাল প্রেম... ।



দেখি পাই কিনা ..???

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫২

সাদরিল বলেছেন: ও, আচ্ছা

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৫

বাটাগোর বাস্কা বলেছেন: হমমমম,,,,,,,,,,,,

চিরসুখীজন ভ্রমে কি কখন - ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।


ক্লাস সেভেনে পড়াকালে দাড়িওয়ালা কেরানী স্যার এ ভাব সম্প্রসারণের জন্য ব্যাপক পিটিয়েছেন। এতপর বছর পর এসে কবি কৃষ্ণ মজুমদারের এ লেখাটি আজ আবছাভাবে মনে পড়ে গেল । তবে কোনদিনও এত স্পষ্ট করে কবিতাটির অর্থ উদাহরন সহ আমার কাছে পরিস্কার হয়নি যা আজকে সাদরিলের ''ও আচ্ছা'' মন্তব্য দেখে মনে পরে গেল ।

পড়ার জন্য ধন্যবাদ , সাদরিল

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০১

টুম্পা মনি বলেছেন: বিশ্বাস কখনো কখনো করা উচিত। বিশ্বাসের সাথে যে বিধাতার সম্পর্ক। আর নির্ভেজাল না খুঁজে নিজেকে নির্ভেজাল করে নিন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। কারণ যে যেমন বিধাতা তার জন্য তেমনই ঠিক করে রাখেন।

আর কোন মানুষই পারফেক্ট না। সবারই দোষগুণ থাকে। তাই তার দোষগুলোকেও ভালোবাসা উচিত। যা মেনে নেয়া সম্ভবই না,তা যদি নিতান্তই খারাপ অভ্যাস হয়ে থাকে তবে তাকে বোঝা উচিত তা বদলে নিতে। মানুষ সবই পারে। অন্তত আমি মনে করি।

শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৯

বাটাগোর বাস্কা বলেছেন: ''মানুষ সবই পারে। অন্তত আমি মনে করি''। ঠিকই বলেছেন মনি আপি।

তবে সব মানুষ সবই পারে না। সবাইকে দিয়ে সবকিছু হয় না।পরিস্থিতিই মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। অনেকটা জলের মত...।

ভালো থাকবেন এই কামনা রইল।


৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
মামুব ভাইজান আপনার সব পোস্টই তো দখি খানিকটা ইয়ে ইয়ে :-B।রমজান মাস আসন্ন, আসেন আমরা সবাই সংযমী হই।

*আপনার নিক বাটাগোর বাস্কা'র মানে কি ??

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

বাটাগোর বাস্কা বলেছেন: হা হা হা,,,,ইয়ে ইয়ে ইয়ে....। ইয়ে ই জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

শুধুমাত্র রমজান মাস কেন ভাই?? সারাবছরই সংযমী হওয়া উচিত। দিনক্ষণ আর সিজন মেনে তো আর ইশ্বরের প্রতি ভালবাসা প্রকাশ হয় না। সেই ভালবাসা ইশ্বর পেতেও চান না।


বাটাগোর বাস্কা অর্থ আমার এই লেখার ওপরে নামের নিচে বিস্তারিত বলা আছে। একটু ভেবে নিন।

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৬

কালোপরী বলেছেন: আচ্ছা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

বাটাগোর বাস্কা বলেছেন: সবাই দেহি আচ্ছা , ও আচ্ছা বলে।

কি আচ্ছা...।???? পরী দিদি..।'

আচ্ছা', 'ও আচ্ছা' তোমরা কি ??বড় জানতে ইচ্ছে করে..............।

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

মাক্স বলেছেন: খুঁজতে থাকেন। শুভকামনা রইল ;)

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

বাটাগোর বাস্কা বলেছেন: লেখক বলেছেন: হমমমম,,, Looking for...........

বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার। পড়ার জন্য অনেক ধন্যবাদ, ম্যাক্স ভাই,,,,,ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: তবু ও মানুষের মাঝে অদ্ভূত একটা বৈশিস্ট আছে-সে নিজেকে একা প্রকাশ করতে বা ভাবতে বেশি পছন্দ করে!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

বাটাগোর বাস্কা বলেছেন: ''তবু ও মানুষের মাঝে অদ্ভূত একটা বৈশিস্ট আছে-সে নিজেকে একা প্রকাশ করতে বা ভাবতে বেশি পছন্দ করে!''

হমম ,,চমৎকার একটি কথা,, ভ্যাম্পায়ার..

জগতের অধিকাংশ মানুষই সর্বদা নিজেকে নিয়ে ভাবে। হয়ত তার জীবনের ইচ্ছা,স্বপ্নগুলো বা ভাবনাগুলো কখনো বাস্তবে রূপান্তরিত হয় আবার হয় না। মানুষ নিজেকে ভাবে, চিন্তা করে তার কামনা, বাসনা, চাহিদা আর পরিকল্পনা নিয়ে।

একটা সময় এসে সে বুজতে পারে তার সবকিছুই একটি চরম পরিণতির দিকে যাচ্ছে....

ভালো থাকবেন...

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২০

স্বপ্নহীন নায়ক বলেছেন: ''মানুষ কখনো একা থাকতে চায় না। একা থাকার জেদটা আসে তীব্র অভিমান আর মনের মাঝে লুকায়ে থাকা কষ্ট থেকেই।''



আসলে এ যুগে সংকীর্ণতা, স্বার্থের উর্ধে স্বাভাবিক বন্ধুত্ব সর্ম্পক, নির্ভেজাল প্রেম পাওয়া অনেক কঠিন, ভাইজান। ডাবল গেমিং এর সংখ্যা অনেক বেশি। বিশ্বয়ানের এ দুনিয়ায় মানুষের রং ও দ্রত বদলাতে থাকে।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

বাটাগোর বাস্কা বলেছেন: হমমম,

আসলে প্রতিটি মানুষের ভিতরে আলাদা একটা স্বার্থপর পৃথিবী আছে, সেই পৃথিবীতে সবাই মুখোশ পরে থাকে। আদতে কেউ কারোর মঙ্গল চায় না, নিস্বার্থে এগিয়ে আসে না। সময়ের সাথে সাথে মানুষগুলো আরো স্বার্থপর হয়ে ওঠে,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.