![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার,ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না আর।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা।https://www.facebook.com/mamunabdullah.press
কুয়াশায় আচ্ছন্ন শীতের বিকেল। বারান্দায় দাড়িয়ে প্রায়ই নির্বাক চোখে তাকিয়ে থাকি বিশ গজ দুরের একটি উইমেন হোস্টেলের দিকে।হোস্টেলের সামনের গলিটাকে আজকাল খুব নিষ্প্রাণ আর নি:স্ব মনে হয়। গলির ভেতর দিয়ে হেটে গেলেও হৃদয় মাঝে হাহাকার জেগে ওঠে। এতদিনের চেনা গলিটাকে খুব অচেনা মনে হয়। এই গলিতে আমার বসবাস। একসময় ময়নাপাখিটার গলিও ছিল এটি।আমার ওপর ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে সে হোস্টেল ছেড়ে চলে গেছে। অথচ কয়েকমাস আগে তার হাত ধরে এই গলিতে পা রেখেছিলাম। আজ এ গলিতে ময়নাপাখি নেই। আমিও চলে যাচ্ছি। কিন্তু সরু গলিটা হয়ত থেকে যাবে যুগ যুগ ধরে। আজ দুজনের পথ বদলে গেছে। চিন্তা ভাবনার জগতও পাল্টে গেছে। তারপরও কোথাও যেন একসঙ্গেই রয়ে গেছি আমরা। কোথাও যেন দুজন একসঙ্গে মিশে যাই।
আমাদের একসঙ্গে বেশিদিন থাকা হয়ে উঠেনি। কেন হয়নি সেটা নিয়ে এখন আর ভাবতে ভাল লাগে না।বয়সের ব্যবধান খুব বেশি না হলেও মনের দিক থেকে দুজন ছিলাম খুব কাছের। বিধ্বস্ত জীবনের বিষণ্ণতায় তার একটু সঙ্গই ছিল আমার সুখ-আনন্দের একমাত্র অবলম্বন। খুব আদর করে নাম দিয়েছিলাম ‘ময়নাপাখি’। অনেকদিন হয়ে গেল তাকে সে নামে ডাকা হয়ে ওঠেনা।
মাত্র কয়েক মাসে মেয়েটি আমার মনের গহীনে বড়সড় বাগান করে ফেলেছিল। কাজের ফাঁকে ফোনালাপ, পিসি থেকে চ্যাট, কত ভাবনা-চিন্তার আদান-প্রদান করেছি দুজন। তারপর খুব কাছাকাছি, এমনকি সংরক্ষিত জায়গায় প্রবেশেরও অনুমতি।ব্যস্ত জীবনের কয়েকটি মাস কেটেছিল দুজনার আড্ডা,গল্প আর মান,অভিমান দিয়ে।যান্ত্রিক শহরে রিক্সার হুড খুলে ঘুরে বেড়ানো।পার্ক কিংবা রেস্তোরায় বসে একটু গল্প করা।আরো কত কি... !!!
মাসখানেক আগে এক পড়ন্ত বিকেলে গলির পাশে দাড়িয়ে আমি। দেখি, ময়নাপাখি তার স্মার্ট বয়ফ্রেন্ডের সঙ্গে রিকশার হুড লাগিয়ে গলির পথ ধরে এগিয়ে যাচ্ছে।আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। যে চোখের মায়াজালে বর্ষা আমাকে আকড়ে রেখেছিল।তার সে চোখ দুটো আজ বড় ক্লান্ত, বিধ্বস্ত ।অসংখ্য নির্ঘুম রাত তার চোখের লাবণ্যতাকে অনেকটা ম্লান করে দিয়েছে।আমার পাশ দিয়ে রিকশাটি দ্রুতগতিতে সামনে এগিয়ে গেল।আমি পিছনে ফিরে তাকিয়ে রইলাম রিকশার দিকে।ভাবলাম, মানুষের জীবন হয়ত এমনই গতিশীল।বহমান নদীর মত।যে গতিশীল জীবনে মানুষ কখনো পেছনে ফিরে তাকাতে চায় না। পেছনের স্মৃতি যে বড় যন্ত্রণার, বড়ই করুণ। একটা সময় দুজন খুব কাছের ছিলাম।কত রাত কত বিকেল একসঙ্গে কাটিয়েছি।অথচ সামান্য কিছু কারণে সময়ের স্রোতে আজ আবার দুজন আলাদা হয়ে গেলাম।
পৌষের রাত। ঝির ঝির করে প্রতিদিন তুষার ঝড়তে থাকে জানালার কাঁচ বেয়ে । অথচ আমি তাকিয়ে থাকি গলির শেষ সীমানার দিকে, যতদুর চোখ যায়..।গলির শেষ প্রান্তের উইজডম উইমেন হোস্টেলটি আনওয়াইজের মত কেমন যেন অভিমানী হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিরাতে। রাতের ল্যাম্পপোস্টের আলোয় সরু গলিটাকে বড় নিষ্প্রাণ আর বিষণ্ণ লাগে।রাত গভীর থেকে গভীরতর হয়।কুয়াশায় ঢাকা পড়তে থাকে বাইরের সবকিছু।ব্যস্ত শহরটাও ক্রমশ শান্ত হয়ে ওঠে।আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে প্রকৃতি ।আশপাশের ভবনগুলোর ভেতরে জলতে থাকা বাতিগুলোও একটা সময়ে নিভে যায়। কিন্তু আমার চোখে ঘুম আসে না। আমি আর ল্যাম্পপোস্টের নিয়ন বাতিগুলো সারারাত জেগে থাকি…..!!!/#
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
বাটাগোর বাস্কা বলেছেন: জীবন এতটা গতিশীল না হলেও তো পারে, মিস্টার নায়ক।
দীর্ঘদিন যে মানুষটির সঙ্গে দেহমন অভ্যস্থ হয়ে ওঠে, প্রতিটা অনুভূতির সঙ্গে যে জড়িয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে গেলেও সে অনুভূতি থেকে মুক্তি পাওয়া যায় না।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬
দুষ্টু ছোড়া বলেছেন: কল্পনার শহরগুলো বড় সুন্দর। সেখানে একসাথে রিকসা চলে আবার তুষারও পড়ে।
আপনার এই গল্প, সঙ্গে আরো একটা গল্পের প্লট নিয়ে আমি কৌতুহলী। প্রায় একইরকম একটা সত্যিকার কাহিনী আমি জানি, যেটা নিয়ে আমি লিখতে শুরু করেছিলাম। কখনো শেষ করতে পারলে পোষ্ট করবো। কাহিনীর মিল নিয়ে আমি কৌতুহলী।
কে আপনি?
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
বাটাগোর বাস্কা বলেছেন: আমি ব্যস্ত এই শহরে হাজারো মানুষের ভিড়ে কোন এক অধম, অর্বাচিন।
এসব গল্প আপ্নার আমার আর চারপাশের মানুষের।আর গল্পের চরিত্রগুলোও চারপাশের চেনা মুখ।
পোস্ট করার পর জানাবেন।
ভালো থাকবেন এই কামনা রইল।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গল্প ভালো লাগলো।ভালো থাকবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, তনিমা আপি।
সবসময় ভালো থাকবেন এই কামনা রইল।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
ফালতু বালক বলেছেন: ভালো লাগছে, বাটাগোর ভাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩
বাটাগোর বাস্কা বলেছেন:
পড়ার জন্য অনেক ধন্যবাদ, বালক।
আপ্নার জন্য শুভ কামনা রইল।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯
জেরিফ বলেছেন:
অনেক আবেগ আর ভালবাসার মিশ্রন ।
পড়ে খুব ভালো লাগলো । প্রতিটি কথায় কেমন যেন মায়া লেগে আছে ।
শুভ কামনা রইল
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
বাটাগোর বাস্কা বলেছেন:
'অধিক ভালবাসা কেবল কাছে আনে না দুরেও ঠেলে দেয়'
ধন্যবাদ, জেরিফ। আপনার জন্যও শুভ কামনা।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯
জেরিফ বলেছেন:
অনেক আবেগ আর ভালবাসার মিশ্রন ।
পড়ে খুব ভালো লাগলো । প্রতিটি কথায় কেমন যেন মায়া লেগে আছে ।
শুভ কামনা রইল
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
মামুন রশিদ বলেছেন: ছুঁয়ে গেল লেখাটা । আসলে ছাড়াছাড়ি ব্যাপারটা বাহ্যিক, মনের কোনে সে থেকেই যায় ।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
বাটাগোর বাস্কা বলেছেন: ধন্যবাদ , মামুন রশিদ।
সর্ম্পক আসলে কখনো মরে যায়না । জীবনের কোন না কোন সময় অতীতের ঘটনাগুলো মনের আয়নায় ভেসে ওঠে। খুব আবেগতাড়িত করে...!!!
৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
প্রেমবিদ্বেষী বলেছেন:
লেখাটি পড়ে চণ্ডিদাসের একটি পদসংখ্যা মনে পড়ে গেল:
'' সই, কেমনে ধরিব হিয়া?
আমার বঁধুয়া আন বাড়ি যায়
আমার আঙ্গিনা দিয়া!
সে বঁধু কালিয়া না চায় ফিরিয়া..''
লেখায় অনেক আবেগ আর ভালবাসার মিশ্রণ। ভালো লাগল।
নতুন বছরের শুভেচ্ছা। আসুন, অতীতকে ভূলে নতুন স্বপ্ন নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলি।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯
বাটাগোর বাস্কা বলেছেন: Tnx bro For reading , happy new year To u .
New year , its tym to move on,,
Best wishes ...
১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩
আকিব আরিয়ান বলেছেন: ভালো লাগা
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
বাটাগোর বাস্কা বলেছেন: ধন্যবাদ , আকিব আরিয়ান । ভালো থাকবেন এই কামনা রইল।
নতুন বছরের শুভেচ্ছা।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
মাহমুদ০০৭ বলেছেন: বুজতে বুঝতে হবে ।
শেষ প্যারা টা খুব ভাল লেগেছে । গল্প টাও ।
আপনার নিকে লাইক ।
ভাল থাকুন ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১
বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, মাহমুদ।
এসব গল্প জীবন থেকেই নেয়া্ । আর জীবনের গল্প কখনো শেষ হয় না।
আপ্নার জন্য শুভ কামনা রইল।
১২| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:২০
বাংলার জমিদার রিফাত বলেছেন: হা কথা সত্য !
২৩ শে মে, ২০১৫ দুপুর ২:১৬
বাটাগোর বাস্কা বলেছেন: ধন্যবাদ...বাংলার জমিদার ।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: গল্পো ভালা হইছে। পিলাচ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
স্বপ্নহীন নায়ক বলেছেন: ''মানুষের জীবন হয়ত এমনিই গতিশীল।বহমান নদীর মত।যে গতিশীল জীবনে মানুষ কখনো পেছনে ফিরে তাকাতে চায় না।একটা সময় দুজন খুব কাছের ছিলাম।কত রাত কত বিকেল একসঙ্গে কাটিয়েছি।সময়ের স্রোতে আজ আবার দুজন আলাদা হয়ে গেলাম।''
জীবনে আসলে এমনই রে ভাই।