নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

হত্যা ও অস্ত্রঃ একটি বিবর্তনমুলক চিন্তা-ভাবনা।

৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৪

প্রানীকুলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও সর্বশ্রেষ্ঠ প্রানী “মানুষ জাতি” হত্যা বা খুনের ক্ষেত্রেও সর্বশ্রেষ্ঠ। তবে লজ্বার ব্যাপার হলো এই অতি গুরুত্বপুর্ন “হত্যা” কর্মটি মানুষ আবিস্কার করেনি এটা প্রায় নিশ্চিত। কারন একমাত্র মানুষই জেনেটিক্যালই বিবেক সম্পন্ন। এক্ষেত্রে ধারনা করা যায় “হত্যা” নামক কর্মটির শিক্ষক অপেক্ষাকৃত কম মাত্রার বুদ্ধিসম্পন্ন হিংস্র প্রানী। অর্থাৎ হিংস্র জানোয়ারদের শিকার প্রক্র্রিয়া পর্যবেক্ষন করে মানুষ এই বিদ্যা শিখেছে। ক্রমেই পশুর পাশাপাশী মানুষও ক্ষুধা নিবৃত্তির জন্য হত্যাকান্ডে অভ্যস্ত হয়ে পড়ে এবং অতিমাত্রায় বুদ্ধি থাকার কারনে হত্যার নতুন নতুন কৌশল আবিস্কার করতে করতে বর্তমানে ডিজিটাল পর্যায়ে চলে এসেছে।
পশু ক্ষুধার প্রয়োজনে হত্যা করে পক্ষান্তরে মানুষই একমাত্র জীব , যে জীব কারনে-অকারনে হত্যাযজ্ঞে মেতে ওঠে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: ধারনা করতে কোন যুক্তি,প্রমান ও তথ্য লাগে না।শুধু ধারনা করলেই হয়ে গেলো।সেই সাথে বিশ্বাস।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

বাউন্ডেলে বলেছেন: যুক্তি আছে কিন্তু কোন তথ্য, প্রমান নেই । মানবজাতীর প্রারম্ভে কিভাবে কি ঘটেছিলো সে বিষয়টা সম্পুর্ন অনুমান নির্ভর। ধর্মীয় পুস্তকে বর্ণিত এডাম-ইভ পরিপুর্ন মানুষ । আমি তারও আগের বা সম-সাময়িক সময়ের মানব সদৃশ্য মানবের কথা লিখেছি।

২| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

বাউন্ডেলে বলেছেন: মানুষ একমাত্র বিবেক সম্পন্ন প্রানী। গাদা গাদা বই-পত্র পড়ে আরো বিবেকবান হয়েছে। তারপরও মানুষ, মানুষকে হত্যা করছে।নিত্য-নতুন মানুষ হত্যার পদ্ধতি বের করছে। কেন ? এই হিংস্রতা অত্যাধুনিক এই সভ্যতার যুগে বেমানান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.