নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন /বিশেষ্য পদ/ নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬


ব্লগে প্রায় ব্লগারদের স্বপ্ন বর্ণনা পড়ি। কিন্তু আজব ব্যাপার হলো ৫৩ বছরের জীবনে স্বপ্ন দেখেছি হাতে গোনা কয়েকটি মাত্র । এবং সেগুলি বাবা মারা যাওয়ার পর। অর্থাৎ ২০০৭ সালের পর । বাবা শিক্ষক ছিলেন। সব গুলো স্বপ্নেই বাবা আর আমি । বাবা উপদেশ, পরামর্শ এবং সেই সাথে বখে যাওয়া পুত্রের অন্ধকার ভবিষ্যত অত্যান্ত কষ্টকর হওয়ার আশংকা বর্ণনা করছেন। আমি শুনছি। আমার সরে যাওয়ার মধ্যে দিয়ে স্বপ্ন শেষ হয়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

মিরোরডডল বলেছেন:




৫৩ বছরের জীবনে স্বপ্ন দেখেছি হাতে গোনা কয়েকটি মাত্র।

তাইতো বলি এতো বেশি স্বপ্ন দেখি কেনো!!
এভাবেই মনে হয় ব্যালান্স হয় :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

মিরোরডডল বলেছেন:




পরিমাণ নয় গুণমান......

অল্প কয়টা দেখলেও বাবা ছেলের স্বপ্নগুলো কিন্তু ভালো ছিলো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

বাউন্ডেলে বলেছেন: কিছু পুরোনো মানুষ স্বপ্নকে হেভি মুল্যায়ন করে । যেমন আমার মা/খালা/ফুফুরা এখেনো স্বপ্নের ক্যাটাগরি অনুযায়ী মানত করে, ফকির/মুন্সি খাওয়ায়।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

নতুন বলেছেন: আমিও বেশি স্বপ্ন দেখি না :) আর দেখলেও মনে থাকেনা।

দিনের শেষে ক্লান্ত শরীরে স্বপ্ন দেখার মতন অবস্থায় থাকেনা, ব্রেন পুরাই ঘুমাইয়া যায় =p~

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

বাউন্ডেলে বলেছেন: আপনার মতোই অবস্থা আমার। স্বপ্ন দেখার সময় পাই না। হয়তো আমারও তাই, দেখলেও ভুলে গেছি।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি আজও দেখলাম । এমন এক জায়গা দেখলাম যেখানে আমি জীবনেও যাইনি !!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

বাউন্ডেলে বলেছেন: তাহলে হলিউডের কোন ছবির ছুপার-ডুপার দৃশ্য ফ্রিতে দেখে ফেলেছেন।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: জেগে স্বপ্ন দেখা অনেক ভালো।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: মানুষ তো কেবল ঘুমের মধ্যে স্বপ্ন দেখে না। জেগেও দেখে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

বাউন্ডেলে বলেছেন: জাগ্রত অবস্থার স্বপ্নকে বলে আশা বা আকাংখা। এটার ভিত্তি কারো থাকে কারো থাকে না। সফলতার মধ্য দিয়ে স্বপ্নের ভিত্তি প্রতিয়মান হয়। আমি যেমন বালক বয়সে কল্পনা করতাম দস্যু বনহুর বা ফেলুদা হবো। কিশোর বয়সে মাসুদ রানা অথবা সফল আলেকজান্ডার হয়ে বিশ্ব জয় করবো। তরুন বয়সের স্বপ্ন ছিলো অর্থ-বিত্ত করে আকাংখিত তরুনীটিকে বিয়ের প্রস্তাব দেয়ার। এগুলো ভিত্তিহীন ছিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.