![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরমানু শক্তিধর দেশ পাকিস্থান। তার পাশের দেশ আবার জেহাদী। আফগানদের ভিক্ষাবৃত্তির অভ্যাস নাকি তাদের অনেক পুরোনো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
বাউন্ডেলে বলেছেন: এই বুড়ো বয়সে আপনি আমেরিকার অলি-গলি ঘুরে বেড়াচ্ছেন - ঘটনাটা কি ? দেশের লোকের স্বভাব হলো তিলকে তাল করা।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
বাকপ্রবাস বলেছেন: সোনাগাজী বলেছেন:
ইত্তেফাকও একটি মিডিয়া, আপনিও একজন এনালিষ্ট।
পাকিদের নিউজটায় মজা পাইসি
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০
বাউন্ডেলে বলেছেন: আমার হাসতে অবস্থা খারাপ। পাকিদের ছোট একটা গোষ্ঠি আমাদের সৈয়দপুর শহরে থাকে। ঘটনা শুনে মুখখানা ১৮ ভাঁজ।
ইয়ে ইনিডয়াকা জাসুসি হ্যায়।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
জুন বলেছেন: এটাতো সৌদি আরব বলেছে, আমেরিকা না।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
সোনাগাজী বলেছেন:
জুন বলেছেন: এটাতো সৌদি আরব বলেছে, আমেরিকা না।
হজ্বের সময়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আফ্রিকা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ থেকে অনেেই সৌদী যায় ভিক্ষা করতে; হজ্বের সময় হাজিরা ভিক্ষা দেয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
বাউন্ডেলে বলেছেন: বাংলাদেশের কোন লোক বর্তমানে কোন দেশে ভিক্ষা করতে যায় না । ৯০ দশকে এ নিয়ে অনেক পরিবারে তুল-কালাম কান্ড ঘটার এসব বন্ধ হয়।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৮
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশের কোন লোক বর্তমানে কোন দেশে ভিক্ষা করতে যায় না । ৯০ দশকে এ নিয়ে অনেক পরিবারে তুল-কালাম কান্ড ঘটার এসব বন্ধ হয়।
সৌদী এসব দেশের লোকদের ব্যাপারে সতর্ক করে আসছে সব সময়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৩
বাউন্ডেলে বলেছেন: বাংগালীদের ব্যাপারে সৌদি কিছু বলেনি।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৩
কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশ থেকে অনেকে শুনতাম হজ্বে গিয়ে টুপি মোজা বিক্রি করে! পাকিস্থানের ঘটনায় আশ্চর্য হলাম।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯
সাাজ্জাাদ বলেছেন: ওমরা করতে গিয়ে এই পরিস্থিতি তে পড়েছিলাম. পাকিস্তানিরা বিপদের কথা বলে, মানিব্যাগ হারিয়ে গেছে বলে সাহায্য চায়. মূল ব্যাপার হচ্ছে তারা শুধু ইন্ডিয়া, বাঙালি আর পাকিস্তানিদের কাছে সাহায্য চায়. আরবি দের কাছে চায় না, যেখানে আরবি রা সাহায্য করতে পারলে খুশি.
বুঝি না মক্কার মতো একটা জায়গায় দাঁড়িয়ে মিথ্যা বলে নাকি সত্য বলে.
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
নতুন বলেছেন: মক্কায় এক পাকি খাবারের টাকা নাই বলে সাহাজ্য চাইছিলো।
তখন আমি টাকা না দিয়ে খাবার কিনে দিসি।
বুঝতে পারছিলাম যে এটা ধান্দা কিন্তু কেউ খাবারের জন্য সাহাজ্য চাইলে আমি নিজে কিনে দেই। টাকা দেইনা।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্ক্রিনশটের ওপর বেস করে একটা এনালাইসিস লিখলে ভালো হতো। এনালিটিকেল লেখা ব্লগে কম আসছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩
সোনাগাজী বলেছেন:
ইত্তেফাকও একটি মিডিয়া, আপনিও একজন এনালিষ্ট।
আমেরিকায় কোন পাকিস্তানী, বাংলাদেশী ও ভারতীয় ভিক্ষুক নেই।