নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধ চালানোর জন্য ইন্টারনেট, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বন্ধ করে দেয় ইসরাইল।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৬


দীর্ঘ সময় বন্ধ থাকার পর গাজায় আবারও চালু হয়েছে ইন্টারনেট ও ফোনের সংযোগ। অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলে ইন্টারনেট ও ফোনের সংযোগ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে সেখানে যোগাযোগসেবা দেওয়া প্রতিষ্ঠান প্যালটেল। খবর আল জাজিরার।
শুক্রবার রাতে গাজায় ব্যাপক হামলা চালানোর আগে অঞ্চলটি ইন্টারনেট, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বন্ধ করে দেয় ইসরাইল। ফলে যোগাযোগবিচ্ছিন্নতার পাশাপাশি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে গাজা। এ অবস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছিল, অঞ্চলটিতে ইসরাইল যে যুদ্ধাপরাধ চালাচ্ছে, তার প্রমাণ লোপাট ও নষ্ট করা এবং আড়াল করার সুযোগ তৈরি হয়েছে এই ইন্টারনেট, ফোন সংযোগ ও বিদ্যুৎহীনতার কারণে।
পরে অবশ্য রোববার সকালে প্যালটেল গাজায় ফোন ও ইন্টারনেট সংযোগ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত গাজার ইন্টারনেট, ল্যান্ডলাইন, মোবাইল ফোনের সংযোগ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে।
প্যালটেল বিবৃতিতে বলেছে, আমাদের কারিগরি দল অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও নেটওয়ার্ক অবকাঠামোয় যে ক্ষতি হয়ে তার নিরূপণ করে সারিয়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিকে, গাজার ইন্টারনেটহীন পরিস্থিতিতে সহায়তার জন্য এগিয়ে এসেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান স্পেসএক্স। শনিবার টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) মতো প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক গাজায় আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সরবরাহের ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক টুইটে এই ঘোষণা দেন।
টুইটে ইলন মাস্ক লেখেন, গাজায় কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোকে ইন্টারনেট সংযোগের সুবিধা দেবে স্টার লিংক। এই টুইটের ঘণ্টাখানেক পর তিনি আরও লেখেন, আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃত সহায়তা গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেব।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: ১৩২ টি শিশু ইঙ্কিউবেটরে ছিল , বিদ্যুৎ না থাকলে তারাও বাচবে না । কি হয়েছে তাদের জানিনা ।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৯

বাউন্ডেলে বলেছেন: তারা বেচে আছে।

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসরাইলে হামলা প্রত্যাশিতই ছিল।
হামাসও তাই চেয়েছিল।
হামাস ইসরাইলের অভ্যন্তরে হামলা করে কিছু বেসামরিক মানুষ হত্যা করে স্পষ্টতই ইসরাইলি পালটা হামলার আমন্ত্রন জানায়।

বিবিসি কিছুক্ষন আগে জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সশস্ত্র সামরিক যানগুলোকে গাজা সিটির ভেতরে প্রধান সড়কে দেখা যাচ্ছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৭

বাউন্ডেলে বলেছেন: আপনার চিন্তার কোন কারন নাই । কারন হামাস-ফিলিস্তিন সম্পুর্ন বিলুপ্ত হলেও ইসরাইল নামক কোন ইহুদি বসতি মধ্যপ্রাচ্য থাকার বিন্দুমাত্র সম্ভাবনা আর নেই। আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২২

কামাল১৮ বলেছেন: ক্ষয় ক্ষতি স্বীকার করেই যুদ্ধ করতে হয়।আমাদের কি কম ক্ষতি হয়েছে।আলোচনার মাধ্যমে সমাধান করলে কোন ক্ষতিই হতো না।এখনো সময় আছে।নয়তো আরো ক্ষতি হবে।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৪

বাউন্ডেলে বলেছেন: চলছে। ১ জিম্মির বিনিময়ে ১০ জিম্মি পেয়েছে হামাস।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:১২

অহরহ বলেছেন: হামাস কে বলেন এই মুহুত্বে ইসরালের সব জিম্মিকে মুক্ত করে দিতে। সব সমস্যার সমাধান হবে।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৫

বাউন্ডেলে বলেছেন: যুদ্ধ চলছে। ১ জিম্মির বিনিময়ে ১০ জিম্মি পেয়েছে হামাস।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অত্যন্ত অমানবিক!

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৬

বাউন্ডেলে বলেছেন: জঘন্য অপরাধ করেছে মার্কিন-ইসরাইল।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: হামাস বেয়াদবি করছে। বেয়াদপদের কেউ পছন্দ করে না। তাই ওদের অনেক কিছুই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯

বাউন্ডেলে বলেছেন: ৭৫ বছর ধরে চরম বেয়াদপ ইসরাইল এবার মরন কামড় খেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.