নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে হায়! “ভদ্র সঙ্গী”- সারমেয় ছাড়া কেহ নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০১


পরিমিত খান, হাটিয়া বেড়ান, মাথায় ইংলিশ হ্যাট নিয়া-
পরিপাটি সাজ, মুখ ভরা বুলি, ভাড়াক্রান্ত সম্পদে।
রিটায়ার্ড সচিব, অতীত গরীব-
লজ্জায় আড়ষ্ট রক্ত পরিচয়ে।
ফ্লাট বারো খান, গাড়িও হাঁকান, পাশে থাকে সারমেয়।
দুনিয়াতে হায়! “ভদ্র সঙ্গী”- সারমেয় ছাড়া নয় কেহ !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

কামাল১৮ বলেছেন: কুকুর মানুষের প্রথম গৃহপালিত পশু।পরম বন্ধুও বটে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

বাউন্ডেলে বলেছেন: বিশেষত্ব এটাই- একটি কুকুর সব ধরনের মানুষের বিশ্বস্ত বন্ধু হয়। কুকুর নৈতিকতার ভালো-মন্দ বোঝে না । চোর-ডাকাত,গৃহস্ত, দুর্নীতিবাজ, সৎ-অসৎ সকলকেই সে প্রভু হিসেবেই দেখে।স্থানীয় জনপ্রতিনিধি সিন্ডিকেট আমাদের গ্রামের প্রখ্যাত এক ডাকাতকে কৌশলগত কারনে তার শিষ্যদের সহযোগীতায় ডাকাতটির পোষা কুকুরটিকে সহ তাকে অজানা বিষ প্রয়োগে হত্যা করেছিলো। বলা বাহুল্য- কয়েকবারের চেষ্টায় এই সফলতা পেয়েছিলো।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কুকুর আসলেই বড় বিশ্বস্ত বন্ধু।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

বাউন্ডেলে বলেছেন: চোর-ডাকাত,গৃহস্ত, দুর্নীতিবাজ, সৎ-অসৎ সকলকেই সে প্রভু হিসেবেই দেখে। তার প্রভু কি করে ? কেন করে ? এ প্রশ্ন সে করে না। বিশাল সুবিধাজনক বন্ধু।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০

বাউন্ডেলে বলেছেন: আপনি কুকুরকে সাথে নিয়ে যে কোন কাজ করবেন নির্বিঘ্নে। কোন প্রশ্ন করে বিব্রত করবে না। এ ধরনের মনুষ্য সঙ্গীও এ যুগে সহজলভ্য।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৬টি লাইন ৩ বার পড়লাম। প্রতিবারই ভিন্ন অর্থ খুঁজে পেলাম। অসাধারণ প্রকাশ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

বাউন্ডেলে বলেছেন: হ্যাঁ । অনেক বিষয় এখানে উঠে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.