নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট-২০২০ অনুসারে বিগত ৩৫ - ৩৯তম বিসিএস ৫টা নিয়োগ পরীক্ষা পরিসংখ্যান:
১। মোট নিয়োগ - ১৪,৮১৩ জন
২। মেধা তালিকা - ৯,৮১৮ জন (৬৬.২%)
৩। জেলা মেধা কোটা - ২,১২৪ জন
৪। মহিলা মেধা কোটা - ১,৪২৬ জন
৫। মুক্তিযোদ্ধা মেধা কোটা - ১,২৯৮ জন (৮.৭%)
৬। ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মেধা কোটা - ১৩১ জন
৭। প্রতিবন্ধী মেধা কোটা - ১৬ জন
১৯৭২ থেকে ১৯৮৯ পর্যন্ত মাত্র ২৫ জন মুক্তিযোদ্ধা কোটায় 'বিসিএস ক্যাডার' হিসেবে চাকরি পেয়েছিল, তাও সব স্তরের পরীক্ষায় পাশ করার পর। বাকি সব মুক্তিযোদ্ধারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি পার হতে পারে নাই। কারন প্রায় সকল মুক্তিযোদ্ধাই ছিল চাষাভুষা শ্রমিক আর অশিক্ষিত।
উপরের তালিকা থেকে বলেন তো কারা কারা সুবিধাবিঞ্চিত আর কারা শহুরে শিক্ষাদীক্ষা সুবিধাদি সম্বলিত জীবনে সকল সুবিধাপ্রাপ্ত শ্রেনী?
১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৪
বাউন্ডেলে বলেছেন: হাসাইলেন। সবকিছুই দেখে এবং চর্চা করে।
২| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৩
জ্যাক স্মিথ বলেছেন: প্রশ্ন ফাঁস কোটা বাদ পড়েছে।
১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৭
বাউন্ডেলে বলেছেন: হ্যাঁ ওটারও আলাদা কোটা দরকার ছিলো। সামন্জস্য করার জন্য রাজাকার মেধাকোটাও দরকার। বেচারাদের ছানাপুনা পিছিয়ে পড়ছে।
৩| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৬
আমি নই বলেছেন: আপনি হইলেন গিয়ে প্রশ্নফাস জেনারেশন আর না হয় নকল করা জেনারেশন, তাস আর উনো খেলার পার্থক্য বোঝেন না। জামাতিরাও গণজাগরণ মঞ্চকে প্রশ্নবিদ্ধ করার জন্য গাজা খাওয়ার ছবি প্রচার করেছিল। আপনি হইলেন সেই মানসিকতার।
বাকি সব মুক্তিযোদ্ধারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি পার হতে পারে নাই।
তো ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা ছারাই কি তাদের ডিসি-এসপি বানিয়ে দেয়া লাগত?
মুক্তিযোদ্ধার সন্তানরা যেন নিজেদের যোগ্য করে তুলতে পারে সে জন্যে বিশ্ববিদ্যালয়ে কোটা ব্যাবস্থা ছিল, তার পরেও নিজেকে যোগ্য করতে না পারলে দোষ সাধারন জনগনের??
১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪০
বাউন্ডেলে বলেছেন: আপনি রাজাকার রক্ত বহন করছেন। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান কেন বলা হয় ? এটা আগে জানুন। আপনি মুক্তিযোদ্ধা ও তাদের বংশধরদের পাকিদের মতোই ঘৃনার চোখে দেখেন। অর্ধমুর্খ কোটা আন্দোলনকারীরা কোন ভাবেই সরকারী চাকুরির যোগ্য নয়। এরা কর্মকর্তা হলে দেশকে পাকিস্থান বানাবে।
৪| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনি রাজাকার রক্ত বহন করছেন।
এটা বাড়াবারি হয়ে গেল, আমি আপনার মত কুলাংগার নই যে বাপ তুলে কথা বলব।
মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান কেন বলা হয় ?
মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কেউ অস্বীকার করেছে?? আজাইরা বকেন কেন??
আপনি মুক্তিযোদ্ধা ও তাদের বংশধরদের পাকিদের মতোই ঘৃনার চোখে দেখেন।
মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান পর্যন্ত ঠিক আছে, জনগনের ঠ্যাকা পরে নাই ট্যাক্সের টাকা দিয়ে অযোগ্য, অকর্মা নাতিদের পালবে। দেশে আপনার অবদান কি যে আপনার সন্তানকে সাদা হাতির মত পালতে হবে? আর পাকিদের মত মেন্টালিটি আপনার, যার কারনে সাধারন পাবলিককে দেখতে পারেন না, নিজেকে এলিট মনে করেন।
অর্ধমুর্খ কোটা আন্দোলনকারীরা কোন ভাবেই সরকারী চাকুরির যোগ্য নয়। এরা কর্মকর্তা হলে দেশকে পাকিস্থান বানাবে।
কে কাকে ঘৃনার চোখে দেখে এই লাইনটাই বলে দেয়।
কোটা কোটা করে আপনিই মুক্তিযোদ্ধাদের অপমান করছেন, পাকিস্থানীদের মত নিজেকে এলিট দাবী করতেছেন, বর্তমানের রাজাকার আপনি।
৫| ১২ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
বাউন্ডেলে বলেছেন: মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কেউ অস্বীকার করেছে??
মিয়া- মস্করা মারান!
মুখে মহারানী, কাজে-কর্মে চুৎমারানী।
৬| ১২ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
কামাল১৮ বলেছেন: এক জন নারী বলছে তার কোটার দরকার নাই।এটা কি সকল নারীর বক্তব্য।আমার মনে হয় না।
পরিসংখ্যান বলছে, সরকারি চাকুরিতে নারী দশ শতাংশের কম।তাও কোটার গুনে।অথচ তারা জনসংখ্যার এর্ধেকের বেশি।কবে এদের জ্ঞান হবে ভাবলে অবাক লাগে।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫০
বাউন্ডেলে বলেছেন: রাষ্ট্রের কোটা সিস্টেমের গুরুত্ব বোঝার মতো শিক্ষা এই প্রশ্নফাঁস প্রজন্ম পায়নি। ক্ষতিটা করেছে বিএনপি ও এরশাদ সরকার।
৭| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫০
আমি নই বলেছেন: বাউন্ডেলে বলেছেন: মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কেউ অস্বীকার করেছে??
মিয়া- মস্করা মারান!
মুখে মহারানী, কাজে-কর্মে চুৎমারানী।
লজিক না থাকলে এই ভাষাই বের হবে মুখ দিয়ে। মস্করাতো মিয়া আপনিই করতেছেন জমিদারি প্রথা চালুর দাবী করে। পাকিপন্থী ছারা কে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে তাদের দেয়া সুবিধার বিরোধিতা করে দেখানতো?? বরং সবার দাবী লাগলে মুক্তিযোদ্ধাদের সুবিধা আরো বাড়ানো হোক, কিন্তু আপনাদের মতরা মুক্তিযোদ্ধাদের সুবিধা-অসুবিধার চিন্তা না করে নাতি-পুতির চিন্তায় মসগুল। নিজের আখের গোছানোয় মসগুল।
১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৩
বাউন্ডেলে বলেছেন: লজিক বুঝতে পড়াশুনা লাগে। প্রশ্নফাঁস জেনারেশন এই বিদ্যার বাইরে। যে কোন জাতিকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেনেটিক্যাল ধারাবাহিকতার প্রভাবের প্রয়োজন আছে। স্বাধীনতার গুরুত্ব প্রত্যক্ষ সংগ্রামীরা আমাদের চেয়ে বেশী অনুধাবন করার ফলে তাদের জেনেটিক ধারা অনেক বেশী নীতিবান ও দায়িত্বশীল- কিছু ব্যতিক্রম বাদে।
৮| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:২২
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: লজিক বুঝতে পড়াশুনা লাগে। প্রশ্নফাঁস জেনারেশন এই বিদ্যার বাইরে। যে কোন জাতিকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেনেটিক্যাল ধারাবাহিকতার প্রভাবের প্রয়োজন আছে। স্বাধীনতার গুরুত্ব প্রত্যক্ষ সংগ্রামীরা আমাদের চেয়ে বেশী অনুধাবন করার ফলে তাদের জেনেটিক ধারা অনেক বেশী নীতিবান ও দায়িত্বশীল- কিছু ব্যতিক্রম বাদে।
আহা, কি লজিক, কি পড়াশুনার নমুনা। তো দুনীয়ার কোন কোন দেশে সোকল্ড জেনেটিক্যাল ধারাবাহিকতা বজায় রাখার জন্য কোটা রাখা আছে দেখানতো?? আমরাও দেখি আপনার পড়াশুনার দৌড়। এখন বোঝা যাচ্ছে আপনার কেন কোটা দরকার।
১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪১
বাউন্ডেলে বলেছেন: আমাদের দেশে এখনো এটা দরকার আছে, কারন প্রতিবিপ্লবীদের (রাজাকার-আলবদর-সুবিধাবাদী) নিশিচহ্ন করা সম্ভব হয় নাই।
এবার বুঝেছেন মেধাবী ভায়া ।
দুনিয়ার সব দেশেই প্রতিবিপ্লবী নিশ্চিহ্ন করেছে অথবা জেলের ভিতরেই রেখে দিয়েছে। ছানাপোনা তাদের তৈরী করতে দেয়া হয়নি।
আমাদের দেশে প্রতিবিপ্লবীেদের ছানা-পোনা বার বার মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পাঁয়তারা অব্যহত রেখেছে।
৯| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৭
বাউন্ডেলে বলেছেন: স্বাধীন অটো হয়েছে !!!! সেলুকাস
তথ্য যাচাই করুন-
সাত কোটীর মধ্যে এক কোটী লোক ভারতে আশ্রয় নিয়েছিলো।
দেশে অবস্থিত প্রায় ৭০% ভাগ মানুষ দেশের স্বাধীনতা মনে-প্রানে চাইতো- কিন্তু জীবনের ঝজুকি নিতে অপারগ ছিলো। কিছু ব্যতিক্রম কাদেরিয়া ও হেমায়েত বাহিনী।
দেশে অবস্থিত ৭০% এর মধ্যে প্রায় অধিকাংশ ৪০%-৫০% সুবিধাবাদী ও ঝুকিমুক্ত জীবন প্রিয় ছিল। এরা পাকিদের দেখলে পাকিস্থান জিন্দাবাদ বলতো, আর মুক্তিযোদ্ধাদের ছায়া দেখলে জয়বাংলা বলতো।
প্রস্নফাঁস জেনারেশনের অধিকাংশই ঐ সুবিধাবাদীদের এবং প্রায় ৩০% পাকিস্থানপন্থীদের বংশধর।
১০| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৯
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: আমাদের দেশে এখনো এটা দরকার আছে, কারন প্রতিবিপ্লবীদের (রাজাকার-আলবদর-সুবিধাবাদী) নিশিচহ্ন করা সম্ভব হয় নাই।
এবার বুঝেছেন মেধাবী ভায়া ।
দুনিয়ার সব দেশেই প্রতিবিপ্লবী নিশ্চিহ্ন করেছে অথবা জেলের ভিতরেই রেখে দিয়েছে। ছানাপোনা তাদের তৈরী করতে দেয়া হয়নি।
আমাদের দেশে প্রতিবিপ্লবীেদের ছানা-পোনা বার বার মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পাঁয়তারা অব্যহত রেখেছে।
আবারো হাস্যকর যুক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ১৫ বছর ধরে তারা যদি নিশ্চিহ্ন করতে না পেরে থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটায় সরকারী চাকরি করেই নিশ্চিহ্ন করবে? আপনি যে কেমন মেধাবী তার প্রমান আপনি দিচ্ছেন। আর নিশ্চিহ্ন করাই যদি লক্ষ হয়ে থাকে তাহলে আওয়ামিলীগের কাছে কোটায় নেতৃত্ব চান, মন্ত্রীত্ব চান, নিশ্চিহ্ন করার দাবী করেন সরকারী চাকরি চাইছেন কেন?
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৪
বাউন্ডেলে বলেছেন: আবার ঘুরে ফিরে ঐ গান । মুক্তিযোদ্ধা কোটা যাদের গা জ্বালায়-তারা অবশ্যই পাকিপন্থী। যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়ে জিতেছে তারা যদি সুবিধাবাদীদের সরকারী চাকরিতে অবান্ছিত ঘোষনা করতো ? তাহলে কি করতেন ?
আসলেই আপনারা মেধাবী ননই বরং মুর্খও।
১১| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ২:০৪
শ্রাবণধারা বলেছেন: আপনি না খাঁচায় ছিলেন, ছাড়া পেলেন কবে?
১২| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ২:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
তারাইতো চরম মেধাবী যারা সকল প্রকার নিরাপত্তার
চাদরকে ফাঁকি নিয়ে নির্বিঘ্নে তাদের দুর্নিতী চালিয়ে
যেতে পারে । মেধাবীর দাবীদার সকলকে বোকা
বানিয়ে /টেক্কা দিয়ে তর তর করে উঠে যায় তাদের
সাফল্যের মগডালে । কালভদ্রে ধরা খেলেও তাদের
মেধাবী শিরোমনি থাকে ধরা ছোয়ার অনেক বাহিরে।
এমনতর মেধাবী খুঁজে পাবেন না এই ধরা ধামে !!!
১৩| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩১
এক্সম্যান বলেছেন: এতদিন শুধু ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনেছি, এখন মুক্তিযোদ্ধার ভুয়া সন্তানের কথা বের হচ্ছে। আর আপনি দেশের ৪০%-৫০% জনগনকে সুবিধাবাদী, ৩০% কে পাকিস্থানপন্থীদের বংশধর দাবী করতেছেন। লজ্জা থাকা উচিৎ।
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৪
বাউন্ডেলে বলেছেন: ভুয়াদের বিরুেদ্ধে আন্দোলন করেন না কেন ? পরিসংখ্যান দেখে লজ্বা লাগে । একাত্তুরে আপনার পুর্বপুরুষরা কি অবস্থায় ছিলো ? বর্ননা দেন তো।
১৪| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৮
শেরজা তপন বলেছেন: ব্যাপক ক্যাচালীয় মন্তব্য পড়ে আমি কি মন্তব্য করতে চেয়েছিলাম ভুলে গেছি
১৫| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৮
এক্সম্যান বলেছেন: আবার ঘুরে ফিরে ঐ গান । মুক্তিযোদ্ধা কোটা যাদের গা জ্বালায়-তারা অবশ্যই পাকিপন্থী। যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়ে জিতেছে তারা যদি সুবিধাবাদীদের সরকারী চাকরিতে অবান্ছিত ঘোষনা করতো ? তাহলে কি করতেন ?
আসলেই আপনারা মেধাবী ননই বরং মুর্খও
মুক্তিযোদ্ধার সুবিধায় নয়, নাতির কোটায় গা জ্বলে। যেখানে অধিকার সুত্রে দাদার সম্পত্তি নাতি বাবা ছারা ডিরেক্টলি পায়না সেখানে আপনারা দাদা মুক্তিযোদ্ধা হওয়ার সুবিধা চান। পাকিপন্থী আপনিই যে নিজেকে অন্যের চাইতে সুপ্রিম মনে করে।
যারা সুবিধা চায় তারাই সুবিধাবাদী, নিজের স্বার্থে মুক্তিযোদ্ধাদের টেনে আনতেছেন সুবিধা পাওয়ার জন্যেই। মুক্তিযোদ্ধা শব্দটা ব্যাবহার করলেই এ্যাডভানটেজ পাওয়া যায়। সুতরাং নাম্বার ১নং সুবিধাবাদী আপনি।
মেধার কথা তখনই আসবে যখন প্রতিযোগীতায় আসবেন, আপনিতো ধান্দায় আছেনই ফাকা মাঠে গোল দেয়ার, যারা মেধাবী তারা ঠিকই বলতেছে আসেন প্রতিযোগীতায়, যোগ্য হলে চাকরি আপনার।
১৬| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:১১
বাউন্ডেলে বলেছেন: আমার চাকুরির বয়স নাই। মুক্তিযোদ্ধার নাতি-পুতি আর রাজাকার বা সুবিধাবাদীর নাতিপুতি সমান হলে বিচারটা কি ন্যায্য হয় ? যদি বলেন হয়-
তাহলে আপনার চিকিৎসার দরকার আছে।
আপনার মেধা থাকলে প্রযুক্তি আবিস্কার করেন- ইতিহাস, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলা বন্ধ করেন। কারন এই রাষ্ট্র গঠনে আপনার পুর্বপুরুষদের কোন ভুমিকা নাই।
১৭| ১৪ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৫৫
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: ভুয়াদের বিরুেদ্ধে আন্দোলন করেন না কেন ? পরিসংখ্যান দেখে লজ্বা লাগে । একাত্তুরে আপনার পুর্বপুরুষরা কি অবস্থায় ছিলো ? বর্ননা দেন তো।
প্রথমত ইনি ভুয়া মুক্তিযোদ্ধা নন, ইনি একজন কমান্ডার। আর আমার পুর্বপুরুষ আপনার পুর্বপুরুষের চাইতে একধাপ এগিয়েই আছে।
বাউন্ডেলে বলেছেন: আমার চাকুরির বয়স নাই। মুক্তিযোদ্ধার নাতি-পুতি আর রাজাকার বা সুবিধাবাদীর নাতিপুতি সমান হলে বিচারটা কি ন্যায্য হয় ? যদি বলেন হয়-
তাহলে আপনার চিকিৎসার দরকার আছে।
আপনার মেধা থাকলে প্রযুক্তি আবিস্কার করেন- ইতিহাস, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলা বন্ধ করেন। কারন এই রাষ্ট্র গঠনে আপনার পুর্বপুরুষদের কোন ভুমিকা নাই।
ওহহ নিজের বয়স নাই দেখে সন্তানের রাস্তা ক্লিয়ার করতে চাচ্ছেন? হা হা...
সাংবিধানিক ভাবে বাংলাদেশে সবাই সমান। বাংলাদেশের সংবিধান না মানতে পারলে পাকিস্তান যান। ওখানে নাকি ৯২% কোটা আছে। সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান যে মানবে, দেশবিরোধী কোনো কর্মকান্ডে জরিত থাকবেনা, দেশকে ভালবাসবে সেই বাংলাদেশি। বাংলাদেশে নিজেকে সুপার শ্রেনী দাবী করা কোনো রেসিস্টের জায়গা থাকা উচিৎ নয়।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৮
শায়মা বলেছেন: এরা কি কোটা আন্দোলনে বসে উনো খেলছে??
তবুও ভালো ফেসবুক টিকটক দেখছে না।