নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি-জামাত গতানুগতিক জ্বালাও-পোড়াও করে নিজেদের চরিত্র অক্ষুন্ন রেখেছে।
ট্রান্স রাজাকাররা দেশে গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্য কোটা যুযুর ভয় দেখিয়ে শিশু-কিশোরদের রাস্তায় নামিয়ে যে ভয়ংকর খেলা শুরু করেছিলো সারাদেশে তা প্রশাষনের অসীম মার খাওয়ার ধৈর্য - রুখে দিয়েছে সেই মহা বিপর্যয়। সমস্ত ছোট শহরে বাচ্চাদের নেতৃত্ব দেয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত শিবির কর্মী পাঠানো হয়েছিলো। তাদের উদ্দেশ্য ছিলো - শিশু, কিশোরদের লাশ দিয়ে রাস্তা-ঘাট চিরতরে শাট-ডাউন দেয়ার। এই ভয়ংকর সিদ্ধান্ত ক্ষমতালোভী বাংলাদেশ বিরোধী ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহর অশেষ রহমত সেদিন অধিকাংশ অভিভাবক (৮০% )বাচ্চাদের বের হতে দেয়নি। যারা ভুল বশঃত বের হয়েছিলো, তারাও জামাত বিএনপি-ট্রান্স রাজাকারদের উম্মতত্তা দেখে দ্রুত ঘরে ফিরেছিলো। এই ভয়ংকর অমানিশার আমদানীকারক কে ? জাতি জানতে চায় ? কারা বাচ্চাদের জীবন নিয়ে খেলতে চেয়েছিলো ? বিচারের রায় পর্যন্ত অপেক্ষা করতে কারা দেয়নি ?
২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৭
বাউন্ডেলে বলেছেন: উন্নয়নের কারনে অনেক দেশী-বিদেশী দুশমন তৈরী হয়েছে বাংলাদেশের। তাদের উদ্দেশ্য সফল হয়নি।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৪
সরকার পায়েল বলেছেন: এই আন্দোলনে সরাসরি বিদেশী হস্তক্ষেপ ছিল l প্রতিটি প্রাইভেট ভার্সিতির শিক্ষকরা জড়িত ছিল বৃয়ক ইউনিভার্সিটির একজন বিদেশী শিক্ষক সরসরি নেতৃত্ব দিয়েছে l নটরডেম কলেজের শিক্ষার্থী যারা আন্দোলন শব্দের সাথেই পরিচিত নয় তাদের দিয়ে শাপলা চত্বর ঘেরাও করা হয়েছে l আমেরিকা সহ ইউরোপের কিছু দেশ এই আন্দোলনে ইন্ধন দিয়েছে l