নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাদ শ্রমিক

সিরাজুস সালেকিন

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি. ...

সিরাজুস সালেকিন › বিস্তারিত পোস্টঃ

প্রাউড টু বি এ জার্নালিস্ট

২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সব পেশার মধ্যেই চ্যালেঞ্জ আছে। তবে সাংবাদিকদের ঘরে-বাইরে অনেক বেশি চ্যালেঞ্জ ফেইস করতে হয়। আমি কতগুলো চিহ্নিত করেছি। এরমধ্যে অনেকের আপত্তি থাকতে পারে। সংযোজন-বিযোজন থাকলে বলতে পারেন। সবকিছু সবার জন্য প্রযোজ্য নয়।
১। সাংবাদিকদের কাছে কেউ সহজে বাড়িভাড়া দিতে চান না।
২। ব্যাংক লোন দেয় না। (বাংলাদেশ ব্যাংকের নাকি নির্দেশনা আছে)
৩। মেয়ের বাপ মেয়ে বিয়ে দিতে চান না।
৪। সাংবাদিকরা অসম্ভব রকমের আড্ডাবাজ ও ভবঘুরে টাইপের। এজন্য পরিবারের প্রতি কিছুটা উদাসীন।
৫। অন্ধকার জগতের (নেশা-নারী) সঙ্গে যোগাযোগ থাকায় সাংবাদিকদের অনেকে খারাপ চোখে দেখেন।
৬। চাকুরীর কোন গ্যারান্টি নাই। আজ আছে তো কাল নাই। মিডিয়া হাউজ যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
৭। নিয়মিত বেতন হয় না অনেক হাউজে।
৮। জীবনের ওপর নানা মাধ্যম (পাবলিক/প্রাইভেট) থেকে হুমকি আসতে পারে।
৯। সবাই যখন অফিস শেষে ঘরে ফেরে, সাংবাদিকদের অফিস তখন শুরু হয়।
১০। সাংবাদিকরা রাস্তায় চলে বাঘের মত (খুব ক্ষমতা) । আর নিজ অফিস ও বাসায় বেড়াল।
১১। সাংবাদিকরা মেয়েদের কাছে সাংবাদিক হিসেবেই জনপ্রিয়। জামাই হিসাবে নয়।

এত চ্যালেঞ্জ সত্ত্বেও সমাজে সাংবাদিকদের অবস্থান ওপরের কাতারে। আমরা হলাম বুদ্ধিজীবী। ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস। প্রাউড টু বি এ জার্নালিস্ট।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

বটপাকুড় বলেছেন: জানি না আপনি কোন মিডিয়া তে কাজ করেন, তবে দুইটা বড় হাউসে আমার কাজ করার অভিজ্ঞতা হলো, সিনিয়র লেভেল এর সাংবাদিকরা প্রচণ্ড ধান্দাবাজ। মানুষকে ফাপর দিয়ে টাকা, সুবিধা বের করতে এদের জুড়ি নাই। আর বুদ্ধিজীবী যে বললেন, সেইটা লোক হাসালেন। কারণ বেশির ভাগ সাংবাদিক হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা লো ক্লাস প্রাইভেট ইউনি থেকে পাস করা। এরা যদি বুদ্ধিজীবী হয়, তাহলে বুয়েট মেডিক্যাল এর থেকে পাস করা ছেলেমেয়েরা নিজেদের কি বলবে

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৩২

সিরাজুস সালেকিন বলেছেন: আপনার অভিযোগগুলো স্বীকার করে নিচ্ছি। দুর্নীতিবাজ সব জায়গাতেই আছে। তবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার ধারণা ভুল। মেইনস্ট্রিম মিডিয়াগুলো
এখন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাড়া রিক্রুট করতে চায় না।
বুদ্ধিজীবীর সংজ্ঞাও বদলে গেছে। সাংবাদিকরা সরকার ও রাজনৈতিক দলের কাছে যে পরিমাণ বুদ্ধি বিক্রি করে আমার মনে হয় না অন্য কোন পেশার মানুষ করে। সুতরাং সাংবাদিকরা বুদ্ধিজীবী না হলে হবে কে??

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ৩:৫৪

বটপাকুড় বলেছেন: সাংবাদিকরা সরকার ও রাজনৈতিক দলের কাছে যে পরিমাণ বুদ্ধি বিক্রি করে আমার মনে হয় না অন্য কোন পেশার মানুষ করে। সুতরাং সাংবাদিকরা বুদ্ধিজীবী না হলে হবে কে?

সাংবাদিকদের বুদ্ধি নিয়ে কোন কাজটা করছেন সেইটা বলবেন কি? বরং আমার বাস্তব অভিজ্ঞতা হল সরকারের লোকজন কক্ষনো সাংবাদিকেদের পছন্দ করে না। আঃর যখন বিরোধী দলে যায়, তখন সাংবাদিকদের খাতির করে পেপারে ফ্রন্ট পেজে আসার জন্য

অফ টপিকঃ আপনি কি বাকৃবিতে পড়েন নাকি? আপনার বেশির ভাগ ব্লগ ওখানের খবর। লেগে থাকুন হব্যে, আর সম্ভব হলে আবিষ্কার গুলোর উপর ছবিসহ নিউজ করুন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে এখনও যদি গবেষণা বলে কিছু যদি হয় তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে, এমনকি অন্যান্য পাবলিক ভার্সিটি গুলোতে এগুলোর কিছুই হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.