নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানই হোক আমাদের জীবনে চলার পাথেয়

ইউসুফ আব্দুল্লাহ

ইউসুফ আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আড়াই বছরের অপেক্ষা ঘুচল কাঙ্খিত ২১৫৯ জনের

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

আড়াই বছর পর অবশেষে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন। কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) সুপারশিকৃতদের তালিকা পাওয়া যাবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৮ হাজার ৭৬৩ জন। সুপারশিকৃতদের মধ্যে এক হাজার ৩৮৮ জন পুরুষ ও ৭৭১ জন নারী।

উত্তীর্ণ হয়েও পদ স্বল্পতার কারণে ছয় হাজার ৫৮৪ জনকে সুপারিশ করতে পারেনি কমিশন, তাদেরকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ অনুযায়ী সরকারের চাহিদা অনুযায়ী প্রথম/দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের ব্যবস্থা করবে পিএসসি। তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় ডাকা হয় নয় হাজার ৯৬৩ জনকে।

গত বছরের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮২২ জন।

চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.