নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানই হোক আমাদের জীবনে চলার পাথেয়

ইউসুফ আব্দুল্লাহ

ইউসুফ আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কি ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

মন্ত্রিসভায় নতুন বেতন স্কেল অনুমোদনদেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়ছে। নতুন স্কেলে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। এখন সরকারি চাকুরেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা মূল বেতন পান।

বেতন বৃদ্ধি করার পর যদিও সচিবালয় থেকে নিম্ন শ্রেনীর কর্মচারী মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শিক্ষকদের বেতন স্কেল নিয়ে।

জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার শিক্ষার্থীকে পড়ানো প্রায় ১৩ হাজার ৮০০শিক্ষক ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে প্রায়শ থাকছেন রাজ পথে। সম্প্রতি তাদের বেতন-মান বৃদ্ধি করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।

অপরদিকে শিক্ষকদের বিষয়ে পত্র পত্রিকাগুলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর কাছে জানতে চাইলে, তিনি আগে আশার বাণী শুনিয়ে আসছিলেন। তবে আজ (০৮।০৯।১৫) হঠাৎ করেই বলে বসলেন আর কোনো বেতন কাঠামো হবে না।

তিনি বললেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতন কাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই। ‘আমার জানা নেই, কোথায় তাঁদের মর্যাদার হানি হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের করাপ্ট প্র্যাকটিস নিয়ন্ত্রণে আনা দরকার। প্রত্যেকেই এখানে সহজেই অধ্যাপক হয়ে যান। সহযোগী অধ্যাপকদের তাঁরা খেয়াল খুশিমতো পদোন্নতি দেন। দেখা গেছে, নিচে ১০ জন প্রভাষক; কিন্তু ওপরে এক হাজার অধ্যাপক। এটা কিছু হলো? শুধু ওপরে পদোন্নতি হবে, এটা ঠিক না।’

বিষয়টি মন্ত্রিসভা কমিটিকে জানানো হবে—এমনটা উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘আমলাতন্ত্রকে আমরা যেভাবে ম্যানেজ (পরিচালনা) করি, বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরও সেভাবে নিয়ন্ত্রণ করব।’

অর্থমন্ত্রীর তার কথায় যে ইঙ্গিত দিলেন তার প্রতিক্রিয়াতে কি করেন শিক্ষক সমাজ এখন তাই দেখার বিষয়। সেক্ষেত্রে মেনে নেওয়া মানে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি সরকারের হস্তক্ষেপে যাওয়া আর কঠোর আন্দোলন মানে দেশের উচ্চ শিক্ষার বেহাল দশা আর সককারে নতুন অস্বস্থি।

http://www.prothom-alo.com/bangladesh/article/625867

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.