![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিয়ানমারের স্টেট কাউন্সেলর শান্তির মা অং সান সু চি বলেছেন, ‘রাখাইন থেকে মুসলিমরা কেন পালিয়ে বাংলাদেশে যাচ্ছে, তা খুঁজে বের করতে চাই।’আজ মঙ্গলবার এক ভাষণে সু চি এ কথা বলেন। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী বলেন, ‘আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না।’?/ (ফইনির ঘরের ফয়িন্নি)
পরিস্থিতি দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছেন সু চি। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে জানান, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাঁর সরকার কাজ করব?
সু চি বলেন, ‘আমরা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব মানুষের দুর্ভোগ গভীরভাবে অনুভব করি। রাখাইনে শান্তি, স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছি। রাখাইনে বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়া হচ্ছে।’
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: এবার বুঝেন এই রাক্ষুসীর জ্ঞানের দৌড় কত ।
আনান কমিশনের সুপারিশ পাওয়ার পরেই পরিকল্পিত উপায়ে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে ।
শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে রোহিঙ্গাদের দুর্ভোগ গভীরভাবে অনুভব করে তাদের বাড়ী ঘরে
আগুন দিয়ে নারী পুরুষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করে দেশ ছাড়া করেছে সে !!!
পাপিষ্ট সে পাপিষ্ট , জ্বলে পুরে সে শেষ হবে তার দুসরদের সহ ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: সু চি বলেছেন, রাখাইন থেকে মুসলিমরা কেন পালিয়ে বাংলাদেশে যাচ্ছে, তা খুঁজে বের করতে চাই।
সু চি ঠিকই বলেছেন। পালিয়ে বাংলাদেশে যাচ্ছে কেন? এগুলোকে তো মেরে ফেলার কথা ছিল। কেন তারা জীবন নিয়ে পালাতে পারলো- এই কারন খুঁজে বের করতে চাইছে।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০
নিরাপদ দেশ চাই বলেছেন: সুচীকে বাদ দিয়ে এবার নিজের নেত্রীর কথা বলেন। সারা বিশ্ব মিয়ান্মারের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে কথা বলছে আর আমাদের সরকার সেই সময়ে মিয়ানমারে গিয়ে বানিজ্য চুক্তি করে এসেছে! শুধু তাই না আমেরিকা গিয়ে বেত্রী রয়টারের কাছে বলেছে যে তিনি ট্রাম্পের সাহায্য প্রতত্যাশা করেন না। আরো বলেছেন যে দশ লাখ রোহিঙ্গাকে খাওনাওর ক্ষমতা বাংলাদেশের আছে!!!
শুধু তাই নয় মিয়ানমারের পক্ষে ভারত অবস্থান নেয়ার পরও সুষ্মা স্বরাজের সঙ্গে এক ফ্লাইটে আমেরিকা গিয়েছেন এবং আজকের প্রথম আলয় এসেছে সুষ্মা স্বরাজের সাথে বৈঠকে রোহিঙ্গা বিষয়ক কোন কথাই হয়নি!!!!
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
নিরাপদ দেশ চাই বলেছেন: সরকার বহির্বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে শুধু চীন এবং ভারত নয় বাংলাদেশের অবস্থানও মিয়ান্মারের পক্ষে
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪
সঙ্খচিল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বেচারী অনেক লেখাপড়া করার পরও, যেই মগ সেই মগ; বিশ্ব তাকে বড় করেছে, সে ছোটই আছে।
২৬ শে আগস্ট থেকে হত্যাকান্ড চলছে, আজকে সে বলছে, সে শুনেছে মানুষ পালাচ্ছে, ইডিয়ট!
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
সঙ্খচিল বলেছেন: নোবেল পুরস্কারটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন উনি!
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১
হলদে পাখী বলেছেন: সঙ্খচিল বলেছেন: নোবেল পুরস্কারটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন উনি!
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
বেচারী অনেক লেখাপড়া করার পরও, যেই মগ সেই মগ; বিশ্ব তাকে বড় করেছে, সে ছোটই আছে।
২৬ শে আগস্ট থেকে হত্যাকান্ড চলছে, আজকে সে বলছে, সে শুনেছে মানুষ পালাচ্ছে, ইডিয়ট!