![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিট্রেশন একটি আধুনিক প্রক্রিয়া এবং আমি কখনো এর বিরোধী নয়। তবে আমাদের তারানা ম্যাডামের এটা জানা উচিৎ ছিল যে যারা এখনো ভোটার হওয়ার পরেও ভোটার আইডি কার্ড পায়নি তারা কিভাবে তারা নিজেদের সিম রেজিট্রেশন করবে। আর আমি নিজেই এই পরিস্থিতির সম্মুখীন। আমি পড়াশোনা করছি একটি বিশ্ববিদ্যালয় এ। একদিকে আমার ক্লাস চলছে আবার সিম রেজিট্রেশনও চলছে অন্যদিকে। এখন আমি যদি ক্লাস বাদ দিয়ে সিম রেজিট্রেশন করতে যাই তাহলে আমার ক্লাস কি তারানা ম্যাডাম করে দেবেন নাকি আমার ভার্সিটির ক্লাস উপস্থিতির নাম্বার তিনি দিবেন? তাই আমি আমার মা কে দিয়ে আমার সিম রেজিট্রেশন করতে পাঠাই। দোকানদার যা বলেছে তাতে আমি পুরো হতাশ। সিম রেজিট্রেশন করতে নাকি আমাকে লাগবে। আরে আমি কি ক্লাস বাদ দিয়ে এই সামান্য রেজিট্রেশনের জন্য এখন বাড়িতে যাব। যেহেতু আমি এখনো আইডি কার্ড পাইনি সুতরাং আমার অভিভাবকের আইডি দিয়েই রেজিট্রেশন করা লাগবে। এখন আমার জানতে খুব ইচ্ছা হয় সিম যদি রেজিট্রি করাই লাগে তবে আমাকে কেন দরকার। আর আমি যদি কাউকে হত্যা করি অথবা কোন অকারেন্স করি তাহলে কি আমাকে পাওয়া যাবেনা? কেননা সিম তো একজনের নামে রেজিট্রেশন হচ্ছেই। তাকে ধরলেই তো হবে। আর একটি কথা, মাননীয়া তারানা ম্যাডাম বলেছেন "সিম রেজিট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং কারো কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়া হচ্ছে না।" আসলেই কি তাই? বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। এখন পর্যন্ত তারাই জানে যারা সিম রেজিট্রেশন করতে গিয়ে নিজের পকেটের টাকা দোকানদারকে দিয়েছে। আর সে সময় আপনি টিভিতে স্টেটমেন্ট দিয়েছেন,এই সব লোকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। আসলে কি নিয়েছেন,নেন নাই। কারণ আমরা জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমার কষ্ট লাগে ওইসব জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যারা নিজেদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কে আপনাদের মত মানুষের হাতে তুলে দিয়ে গেছেন।
একটা কথা আছে বিড়ালের সামনে দুধের শিকে ছিড়ে পড়লে বিড়ালের মাথা উলট পালট হয়ে যায়। ওই সময় সে ভাবতে পারেনা কি সিদ্ধান্ত নেবে। আমার মনে হয়না তারানা হালিম এর ব্যতিক্রম। সিম রেজিট্রেশন বাড়িতে গিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম সিম যদি বন্ধও হয়ে যায় তবুও করব না। সরকারি টাকায় খেয়ে মানুষকে ভাল ভাবেই ভোগান্তিতে ফেলা যায় কিন্তু সাধারণ মানুষরাই জানে ভোগান্তিতে পড়লে কেমন লাগে। আপনি আমাদের জায়গা থেকে নিজেকে ভাবুন দেখবেন মস্তিষ্ক থেকে একটা উত্তর বেরিয়ে আসবে। মানুষ আপনাদের মত এমপিদের নির্বাচিত করে একটু সুবিধা পাওয়ার জন্য,কষ্ট পাওয়ার জন্য নয়। আমি জানি আমার এ কথা গুলো অনেকেরই গায়ে লাগবে,আমার কিছু করার নাই। সত্যিটাকে বলতেই হবে।।।
২| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৬
মুক্তমনা আরিফুল বলেছেন: আমিও করব না। দেখা যাক কোন পর্যন্ত নিতে পারে আর আমি কোন পর্যন্ত যেতে পারি
৩| ২৭ শে মে, ২০১৬ রাত ২:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা করার করে ফেলেছে। আপনাকেও করতে হবে অথবা কারো দ্বারা করাতে হবে। উপায় নাই....
৪| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
মুক্তমনা আরিফুল বলেছেন: ভাইয়া যে আচরণ ফেস করেছি তাতে আমার সিম রেজিট্রেশন করার ইচ্ছা অনেক আগেই মরে গেছে। আমার ও তাই মনে হচ্ছে না করে কোন উপায় নাই। কি যে করি বুজতেছিনা
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৪
গেম চেঞ্জার বলেছেন: আমি করিনাই।