নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ আছে যারা অনেক মানুষের মধ্যে থেকেও একা...আমি তাদের দলের.....\"আমি হিমু নই!তবে হিমু আমাকে মাঝ রাতে হাঁটতে আনুপ্রেরোণা জোগায়.....\"\"তোর বিয়ে হবে হাত ভর্তি কাঁচের চুড়িতে...আমি বাসর রাতে তোর সবগুলি চুড়ি ভাঙ্গবো.....

বিবর্ণ স্বপ্ন

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অনেক মানষের মধ্যে থেকেও একা... আমি তাদের দলের...

বিবর্ণ স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের ঘরে বাইরে হাজার প্রশ্ন" বই থেকে - ‘\'এ দেশের বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি?’\'

২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৪

হুমায়ূন আহমেদের সাক্ষাতকার নেয়ার সময় অভিনেতা ও সাংবাদিক মাহফুজ আহমেদ একটি প্রশ্ন করেছিল
প্রশ্নটি ছিল : -
‘'এ দেশের বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি?’'
.
হুমায়ূন আহমেদের সাবলীল উত্তর :---
.
“আমাদের বুদ্ধিজীবী সমাজে যাঁরা আছেন, তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্য যেকোনো ধর্মের প্রায় সব উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন- কিন্তু ইসলামি কোনো জলসায় কেউ উপস্থিত থেকেছেন বলে শোনা যায় না। তাদের মতে, ইসলামি জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তিও নিম্নমানের। সে একজন প্রতিক্রিয়াশীল,সাম্প্রদায়িক লোক। আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ মুক্তবুদ্ধির চর্চা করা, প্রগতির চর্চা করা, সংস্কারমুক্ত হওয়া ইত্যাদি।
.
প্রফেসর সালাম ঢাকায় এসে যখন বক্তৃতার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বললেন, তখন আমাদের বুদ্ধিজীবীরা হকচকিয়ে গেলেন। কারণ তাদের কাছে প্রগতিশীল হওয়া, বুদ্ধিজীবী হওয়া, মুক্তবুদ্ধির চর্চা করা মানেই ইসলামবিরোধী হতে হবে। তাদের কাছে রামকৃষ্ণের বাণী, যিশুর বাণী সবই গ্রহণীয়। এসব তারা উদাহরণ হিসেবেও ব্যবহার করেন; কিন্তু হজরত মোহাম্মদের বাণী কখনো তাদের মুখ থেকে শোনা যায় না। তাদের কাছে হজরত মোহাম্মদের বাণী গ্রহণযোগ্য নয়।
.
আমার মতে, পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যাঁর কোটের পকেট থেকে বেরিয়ে এসেছেন, তার নাম দস্তয়ভস্কি। আরেকজন আছেন মহামতি টলস্টয়। এক রেলস্টেশনে যখন টলস্টয় মারা গেলেন, তখন তাঁর ওভারকোটের পকেটে একটি বই পাওয়া গেছে। বইটি ছিল টলস্টয়ের খুব প্রিয়। সব সময় সঙ্গে রাখতেন। সময় পেলেই পড়তেন। বইটিতে হজরত মোহাম্মদ সা:-এর বিভিন্ন সময়ে বলা ইন্টারেস্টিং কথাগুলো নিয়ে গ্রন্থিত।
.
আমি বিনয়ের সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি, আপনাদের ক’জন বইটি পড়েছেন? টলস্টয় যে বইটি পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই বই আমাদের প্রত্যেকের একবার কি পড়া উচিত নয়? আমার মতে, প্রতিটি শিক্ষিত ছেলেমেয়ের বইটি পড়া উচিত।”
Ref: ঘরে বাইরে হুমায়ুন আহমেদের হাজার প্রশ্ন ---- অভিনেতা মাহফুজ আহমেদ
টলস্টয়ের পকেটে পাওয়া বই - Saying of prophet

(উপরোক্ত কথাগুলো হুমায়ুন আহমেদের। অভিনেতা মাহফুজ আহমেদের সাথে এক সাক্ষাৎকারে তিনি এদেশের তথাকথিত মুক্তমনা, প্রগতিশীল, বুদ্ধিজীবীদের কদর্য মুখোশ উন্মোচন করে গিয়েছেন অতি সহজভাবে। আয়রনি হলো, এই বুদ্ধিজীবীদের পালে তার আপন ভাই জাফর ইকবাল একজন পালের গোদা।)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:১৪

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: প্রকৃত জ্ঞানীরাই সত্যকে চিনতে পারে ও মেনে নেয়।

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:২১

বিবর্ণ স্বপ্ন বলেছেন: সহমত

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৭

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: আচ্ছা আপনি অসংখ্য ইস্যু বাদ দিয়ে হঠাৎ বাংলাদেশের এলুয়া বুদ্ধিজীবিদের সম্পর্কে এরকম তথ্য দিলেন কেন?

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:৩১

বিবর্ণ স্বপ্ন বলেছেন: অনেকক্ষণ ধরে মাথায় হুমায়ূন আহমেদের একটা লেখা পোস্ট করার চিন্তা ঘুরছিল তাই

৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৭

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:৫২

প্রবাসী পাঠক বলেছেন:


মাহফুজ আহমেদের করা প্রশ্ন নিয়ে এই বইটা হুমায়ুন আহমেদের উত্তর দিয়ে নয় বরং এই প্রশ্ন আর উত্তর ছিল মাহফুজ আহমেদের কল্পনা প্রসুত প্রশ্ন এবং উত্তর। হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই 'বল পয়েন্ট' পড়ে দেখেন তাহলে কাংখিত উত্তর পেয়ে যাবেন।

৫| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আয়রনি হলো, এই বুদ্ধিজীবীদের পালে তার আপন ভাই জাফর ইকবাল একজন পালের গোদা।
মোক্ষম বলেছেন।

৬| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @প্রবাসী পাঠকঃ ধরে নিলুম কথাগুলো মাহফুজ আহমেদের নিজের।কিন্তু কথাতো আর ফেলনা নয়।

৭| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১২

প্রবাসী পাঠক বলেছেন: @কি করি আজ ভেবে না পাই, এখানে ধরে নিলুম এর কোন অপশন কি আছে? আমি বিবাহ করি নি কিন্তু সে আমার বিবাহিতা স্ত্রী! এমনটা তো হতে পারে না। কথাগুলো মাহফুজ আহমেদের এটাই সত্য। কথাগুলো মাহফুজ আহমেদের বলে প্রচার করুন কোন সমস্যা নেই। অযথা এখানে হুমায়ুন আহমেদের নাম না আনাই শ্রেয়। হুমায়ুন আহমেদ এর কথা না বলে মাহফুজ আহমেদের কথা বললে কোন সমস্যা নেই।

৮| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৫

নীলাকাশ ২০১৬ বলেছেন: মাহফুজ আহমেদের মত ফালতু অভিনেতা দস্তয়ভস্কি আর টলস্টয় পড়ে ফাটিয়ে ফেলেছেন - এটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া উপরের কথাগুলো যে ঢংয়ে সাজানো আছে, তা হুমায়ুন আহমেদের নিজস্ব ঢং। অন্য কেউ এই স্টাইল নকল করতে পারবেনা। তাছাড়া বইটি আমিও পড়েছি। অনেক কিছু জেনেছি যা আগে কোথাও প্রকাশিত হয়নি।

তা ছাড়া হুমায়ুন আহমেদের নাম করে মাহফুজ বুদ্ধিজীবিদের সম্পর্কে এত বড় কথা বানিয়ে লিখবে - এত সাহস কি তার আছে?

৯| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @প্রবাসী পাঠকঃ ওকে বাবা কথাগুলো মাহফুজেরই।কিন্তু যুক্টিটা কেমন তাতো বল্লেন্না। =p~ ;)

@নীলাকাশ ২০১৬ঃ যা বলেছেন,ভাবনার খোরাক আছে বটে।

১০| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

alamsylbd বলেছেন: @লেখক। ঘগফরবফভ লেখাটি মনে হয় Elora Zaman (Click This Link) -এর July 19 at 1:05pm-এ প্রকাশিত পোষ্ট থেকে নেয়া (কারণ আপনার পোষ্ট প্রকাশের সময় দেখা যাচ্ছে ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৪)। যদি তাই হয় তাহলে সূত্র উল্লেখ করা উচিত। আশা করি সূত্র উল্লেখ করবেন। ধন্যবাদ।

১১| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৭

alamsylbd বলেছেন: @লেখক। আপনার লেখাটি মনে হয় Elora Zaman -এর Facebook-এ(Click This Link) July 19 at 1:05pm-এ প্রকাশিত পোষ্ট থেকে নেয়া (কারণ আপনার পোষ্ট প্রকাশের সময় দেখা যাচ্ছে ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৪)। যদি তাই হয় তাহলে সূত্র উল্লেখ করা উচিত। আশা করি সূত্র উল্লেখ করবেন। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিবর্ণ স্বপ্ন বলেছেন: Click This Link

১২| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

মাদিহা মৌ বলেছেন: হুমায়ূন আহমেদ নিজে কতটা ইসলাম বিশ্বাস করতেন, তার তো ব্যাখ্যা নাই। উনি কুরআনের অনেক শানে নুযুল পড়েছেন (তাঁর বিভিন্ন আত্মজীবনী তে পড়েছি। ) কিন্তু সেই তিনিই শেষ সময়ে কোন একটা পত্রিকার সাক্ষাতকারে বলেছিলেন, "মরে গেলে মাটির সাথে মিশে যাব!"
তারপরও মনে হচ্ছে, এই কথাগুলি উনারই বলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.