নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ আছে যারা অনেক মানুষের মধ্যে থেকেও একা...আমি তাদের দলের.....\"আমি হিমু নই!তবে হিমু আমাকে মাঝ রাতে হাঁটতে আনুপ্রেরোণা জোগায়.....\"\"তোর বিয়ে হবে হাত ভর্তি কাঁচের চুড়িতে...আমি বাসর রাতে তোর সবগুলি চুড়ি ভাঙ্গবো.....

বিবর্ণ স্বপ্ন

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অনেক মানষের মধ্যে থেকেও একা... আমি তাদের দলের...

বিবর্ণ স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

জার্মানির শপিংমলে সন্ত্রাসী হামলা!

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮

জার্মানির মিউনিখ শহরের একটি শপিংমলে গোলাগুলিতে ৩ ব্যক্তি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে এ হামলা হয় বলে জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে।

এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জার্মান টেলিভিশন এনটিভি এ ঘটনায় ১০ জন নিহতের খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিবিসির খবের ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। মার্কেটের অভ্যন্তরে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে বলে পরিবহন কর্তৃপরে বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিউনিখের মুসাখ এলাকার অলিম্পিয়া মিউনিখ শপিং সেন্টার নামের ওই মার্কেটে বড় ধরনের নিরাপত্তা অভিযান চলছে।

পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

দোকান কর্মচারীরা ভিতরে আটকা পড়েছেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:২৯

ডঃ এম এ আলী বলেছেন: খুবই দু:খ জনক সংবাদ

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৫

বিবর্ণ স্বপ্ন বলেছেন: জী। নিরীহ মানুষদের উপর হামলা দু:খ জনক।

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার কল্যানে এত তারাতারি খবরটা জানতে পারলাম , ধন্যবাদ ।

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

বিবর্ণ স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৩

মহা সমন্বয় বলেছেন: উফফফ আর কত!!! :(

৪| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪০

মহা সমন্বয় বলেছেন: একাই একশো @ সে সহীহ মুসলিম নয়, ইসলাম শ্বান্তির ধর্ম, ইসলামে কোথাও মানুষ হত্যা করার কথা বলে নি ( শুধু কাফের হত্যা করার কথা বলা হয়েছে ;) ) কাফেরদের যেখানে পাও সেখানেই হত্যা করো।

৫| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

বিবর্ণ স্বপ্ন বলেছেন: ভাই মহা সমন্বয়ঃ আপনার প্রথম অংশের সাথে সহমত কিন্তু "(শুধু কাফের হত্যা করার কথা বলা হয়েছে) কাফেরদের যেখানে পাও সেখানেই হত্যা করো।" এটা প্রসঙ্গ ছাড়া উধ্রিতি দেয়া হয়েছে তাই দুঃখিত এই কথায় আপনার সাথে একমত হতে পারলাম না।
কারন পবিত্র কোরআন বলছে-
"কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ (করার শাস্তি বিধান) ছাড়া (অন্য কোনো কারণে) কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো; (আবার এমনিভাবে) যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিলো।" (সূরা মায়িদা-৩২)


এবং পবিত্র হাদিস বলছে-
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোনে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, সেখানে যেনো কেউ উপস্থিত না থাকে। কারণ এ হত্যাকান্ডের সময় যে ব্যক্তি উপস্থিত থাকবে এবং আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করবে না, তার ওপরও অভিশাপ অবতীর্ণ হবে। (বায়হাকী)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.