![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অনেক মানষের মধ্যে থেকেও একা... আমি তাদের দলের...
Beebarno Sopno ব্লগের এক বছর পূর্তিতে সামু ব্লগের সব ব্লগারের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা এবং শ্রদ্ধা।
এক বছরে খুব বেশি কিছু লিখিনি। কারন আমি অন্য সব ব্লগারদের মত সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারি না। অনেক কিছুই মাথায় আসে, আবার দু-চার পৃষ্ঠা লেখার মত অনেক ইস্যুই আমাদের চারপাশে ঘুরছে। কিন্তু সময় আর গুছিয়ে উঠতে না পারার কারনে সেগুলকে বাস্তবে রুপ দিতে পারছি না। এটা অবশ্য অনেক যন্ত্রণার যারা এই সমস্যায় ভুগছেন তারা ঠিক ই বুজতে পারছেন।
তবে এই এক বছরে আমি প্রচুর পরেছি আর এখান থেকে অনেক নতুন কিছু জেনেছি ও শিখেছি।
মাঝে মাঝে কিছু রাগ, ক্ষোভ, অভিযোগ, আবেগ, ভালবাসা, হিংসা, সমর্থন খুব প্রকাশ করতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই একেবারে চুপ থাকিনি যা ভাল লেগেছে লিখেছি। জানিনা সেগুলো কার কাছে কেমন লেগেছে। তবে আমি আমার লিখিত অভিবেক্তি প্রকাশের মাধ্যমে পক্ষ বা বিপক্ষ কাউকে আঘাত করার ইচ্ছে কখনই পোষণ করিনা।
আর ভালো-খারাপ যাই লিখেছি অনেকেই সেখানে নিজেদের মন্তব্য জানিয়েছেন। তাই তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারন এই মন্তব্যগুলোই পরবর্তী লেখার উৎসাহ হিসেবে কাজ করে।
দিন শেষে সবারই একা পথ চলতে হয় তাই এই এক বছরের ব্লগেও আমি সম্পূর্ণ একা চলছি। মন্তব্যের বাহিরে কার সাথেই কোন কথা হয় না। খুব বড় ব্লগার হওয়ার সপ্ন নেই তবে মাঝামাঝি থেকে অনেক কিছু শেখার সপ্ন আছে আর আমি সেই লক্ষেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন সবার সহযোগিতা একান্ত কাম্য।
এই পোষ্টটাকে লম্বা করে ব্লগারদের মূল্যবান সময় নষ্ট করব না।
নতুন বছরে সবার কাছে নতুন ভাবে ভালবাসা আর উৎসাহ কামনা করি। সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করি। ও একান্তভাবে সামহোয়্যারইন ব্লগের সফলতা কামনা করি।
সর্বশেষ ঃ সকল ব্লগারকে ও সামুর সব মোডারেটদের জানাই আন্তরিক ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিবর্ণ স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
প্রামানিক বলেছেন: অভিনন্দন
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিবর্ণ স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বিলুনী বলেছেন: কামনা করি ভারতীয় হাতিটির মত
যেন নতুন বছর বন্যার তোরে
ভেসে না যায় । নতুন বছরে
সুন্দর সুন্দর বিষয়ে ব্লগিং সুখী
হোক । ভারতীয় সিরিয়াল
দেখাটা একটু কমিয়ে দিলে
দেমাক অনেক ঠান্ডা থাকবে
ভাল ভাল বিষয়ে লিখায় মন
দেয়া যাবে ।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
বিবর্ণ স্বপ্ন বলেছেন: প্রথমে অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য। তবে আপনার কেন মনে হল আমি ভারতীয় সিরিয়াল দেখি বা ওইটার ভক্ত হতে পারি?? জানালে খুশি হব.....
৪| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৮
বিবর্ণ স্বপ্ন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫
গেম চেঞ্জার বলেছেন: অভিনন্দন জানাচ্ছি!! কিন্তু আপনার প্রোফাইল এত দুর্বল কেন?
পোস্ট করেছি: ১৬টি
মন্তব্য করেছি: ৩৩টি
মন্তব্য পেয়েছি: ৬২টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ দিন
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১ জন
অন্তত ৫০০ কমেন্ট করতে পারতেন? গড়ে হিসেব করলে দিনে দুইটা পোস্ট পড়লেও ৭০০'র মতো হবার কথা!
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৭
বিবর্ণ স্বপ্ন বলেছেন: অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ।
জী আপনি ঠিকই বলেছেন, আসলে লেখকের আগে আমি একজন পাঠক তাই ভিজিটর হিসেবে ব্লগে বেশি থাকা হয় বলে নিয়মিত কমেন্ট করা হয় না তবে ভাবছি এখন থেকে নিয়মিত কমেন্ট করবো।
৬| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
বিবর্ণ স্বপ্ন বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা।
৭| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: Beebarno Sopno ,
বছরপূর্তির অভিনন্দন ।
আগামী দিনগুলোতে স্বপ্নেরা বিবর্ণ না হয়ে যেন বর্ণিল হয়ে ওঠে....
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭
বিবর্ণ স্বপ্ন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৮| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৫
সুমন কর বলেছেন: বেশি বেশি করে মন্তব্য করুন।
শুভেচ্ছা রইলো।
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭
বিবর্ণ স্বপ্ন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ব্লগিং এ উত্তরোত্তর সাফল্য কামনা করি ।

সফলভাবে বছর পার করার জন্য রইল শুভেচ্ছা ।