নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দল মত ঊর্ধে দেশকে ভালোবাসি

দাদার নাতী

আমি সারাক্ষন অনলাইনে বসে থাকি এবং পৃথিবীকে জানার চেস্টা করি

দাদার নাতী › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়েড প্যাটার্ন লক ভুলে গেলে খুব সহজে ভাবে খুলে ফেলুন

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

এন্ড্রয়েড মোবাইল বর্তমানে সবছেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।আর এন্ড্রয়েড মোবাইলের অন্যতম একটি সিস্টেম হচ্ছে প্যাটার্ন লক।অনেক সময় আমাদের অজান্তে আমরা মোবাইলের অথবা ট্যাবের প্যাটার্ন লক ভুলে যাই বা কেউ অতিরিক্ত ভাবে ভুল প্যাটার্ন লক ট্রাই করলে লক হয়ে যায়।যাই হোক কিভাবে প্যাটার্ন লক খোলা যায় সহজ ভাবে সেটাই আলোচ্য বিষয়।দুটি সিস্টেমে আপনি লক খুলতে পারেন

১ নাম্বার সিস্টেম:

প্রথমে আপনি যে কোনো একটি প্যাটার্ন আকুন তারপর নিচের ছবির মত Forgot Patter এ ক্লিক করুন





Forgot Patter এ ক্লিক করার পর আপনার স্ক্রিনে নিচের মত একটি ছবি আসবে যেখানে আপনাকে বলা হবে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে।আর ইমেইল আইডিটি অবশ্যই আপনি যে ইমেইল আইডি দিয়ে আপনার মোবাইল ইন্টিগ্রেটেড করছেন সেটার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে।এটা দেয়ার পর আপনার সেই ইমেইলে নতুন প্যাটার্ন কোড পাঠিয়ে দিবে।এবং তা দিয়ে মোবাইল আনলক করতে পারবেন।





দ্বিতীয় পদ্বতিটি :



দ্বিতীয় পদ্বতিতে আপনাকে আপনার পুরো মোবাইল ফ্ল্যাশ দিতে হবে।আর মোবাইল অথবা ট্যাবকে ফ্ল্যাশ দিলে আপনার ডাউনলোড করা আপস এবং গেমস গুলো রিমুভ হয়ে যাবে শুধু মাএ আপনার ডিভাইসের সাথে পাওয়া এপস এবং গেমস গুলো থাকবে।এতে করে আপনার নতুন প্যাটার্ন কোড পাবেন



হয়তো আপনাদের পোস্টটি কাজে নাও লাগতে পারে তবে লক পড়লে যেনো খুলতে পারেন সেই জন্য পোস্টটি সেভ করে রাখতে পারেন অথবা আপনার ব্রাউজারে বুকমার্ক করে রেখে দিতে পারেন।

এন্ড্রয়েড ইউজাররা যে কোনো এপস গেমস থিম ফ্রিতে ডাউনলোড করতে পারেন Androik.com সাইট থেকে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ঘাষফুল বলেছেন: Thankuu

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

দাদার নাতী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

২| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

হেডস্যার বলেছেন:
নাহ ! লাভ হইলো না রে নাতী। /:)
ভাবছিলাম আপনের দাদীর মোবাইলখানার প্যাটার্ণ হ্যাক কইরা ভিত্রের বিস্তারিত খোঁজ খবর লমু....

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

দাদার নাতী বলেছেন: মাস্টার সাব কি কন এই গুলান! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.